প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বড় রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। বাজে শটে উইকেট বিলিয়ে আসেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরে করা বল সজোরে লেগে টেনে খেলার চেষ্টা করলে, মিড অনে ক্যাচ আউটের শিকার হন তিনি।
এদিন ওপেনিংয়ে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানে ফিরে যান রোহিত শর্মা। আর এতেই নতুন কীর্তি গড়েন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়ে ভারতের এই অধিনায়ককে ৫ম বারের মতো সাজঘরে পাঠিয়েছেন কামিন্স। এর আগে টেস্ট ক্রিকেটে একজন অধিনায়ক হয়ে অন্য আরেক দলের কোন অধিনায়ককে এর চেয়ে বেশিবার আউট করতে পারেনি কেউ।
তবে মুখোমুখি পরিসংখ্যানে এখন পর্যন্ত মোট ৭ বার কামিন্সের বলে আউট হয়েছেন রোহিত। তবে দুজনেই অধিনায়ক হিসেবে থাকা অবস্থায় এই সংখ্যা ৫ বারের। এর আগে কেবল দুটি অধিনায়ক জুটির মাঝে ছিল এমন কীর্তি। একজন অধিনায়কের বলে অন্য আরেকজন অধিনায়ক সর্বোচ্চ পাঁচ বার আউট হওয়ার দুই ঘটনাতেও জড়িয়ে আছে ভারত এবং অস্ট্রেলিয়ার নাম।
আরও পড়ুন:
» ভারতের বিপক্ষে সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্মিথ
» বিপিএল থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশকে কাঁদানো সেই আফগান
এর আগে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড লড়াইয়ে ইংলিশ অধিনায়ক টেড ডেক্সটারকে ৫ বার আউট করেছিলেন সাবেক অজি অধিনায়ক রিচি বেনো। আর ভারত-পাকিস্তান লড়াইয়ে ভারতের অধিনায়ক সুনীল গাভাস্কারকে ৫ বার আউট করেছেন পাকিস্তানের ইমরান খান। এবার দুই অধিনায়ক জুটির সঙ্গে যোগ দিয়েছেন রোহিত-কামিন্স জুটি।
এদিকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। এই নিয়ে টেস্টে সর্বশেষ ৮ ইনিংসে অন্তত ২০ রানের দেখা পাননি এই ভারতীয় অধিনায়ক। চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির গেল দুই ম্যাচের তিন ইনিংসে রোহিত রান করেছিলেন যথাক্রমে ৩, ৬ ও ১০ রান। এবার চতুর্থ টেস্টের প্রথম ইনিংসেও তিনি আউট হয়েছেন ৩ রান করে।
এদিকে এই ম্যাচে ১৯৭ বলে ১৪০ রানের ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। এতে নতুন এক রেকর্ড গড়েছেন এই অজি ক্রিকেটার। এই ইনিংসের বদৌলতে ভারতের বিপক্ষে ১১ সেঞ্চুরি হাকানোর রেকর্ড গড়েছেন স্মিথ। জো রুটের ১০ সেঞ্চুরির রেকর্ড পেছনে ফেলে ভারতের বিপক্ষে এখন সবথেকে বেশি শতক হাকানো ক্রিকেটার স্টিভ স্মিথ।
ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৪/এফএএস