Connect with us
ক্রিকেট

ঢাকাকে হারিয়ে বিপিএলে দুর্দান্ত শুরু রংপুরের

Rangpur makes a great start in BPL by defeating Dhaka
ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। ছবি- সংগৃহীত

গ্লোবাল সুপার লিগের ফর্ম বিপিএলেও বজায় রেখেছে রংপুর রাইডার্স। সদ্য শিরোপাজয়ী এই দলটি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে জয় তুলে নিয়েছে। ঢাকাকে ৪০ রানে হারিয়ে বিপিএল মিশন শুরু করেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি।

সোমবার (৩০ ডিসেম্বর) বিপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। মিরপুরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তুলতে সক্ষম হয় ঢাকা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ঢাকা। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাসের ব্যাটে উড়ন্ত শুরু পায় দলটি। তবে দলীয় ৬৫ রানে তানজিদকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শেখ মেহেদি। দুই ছয় ও দুই চারের মারে ২১ বলে ৩০ রান করে ফেরেন তানজিদ। তবে এই শেখ মেহেদি রীতিমতো কাল হয়ে দাঁড়ায় ঢাকার। তানজিদকের ফেরানোর ওভারের নতুন ব্যাটার হিসেবে মাঠে আসা হাবিবুর রহমান সোহানকে ফেরান তিনি। প্রথম বলে ছক্কা মেরে দ্বিতীয় বলে ফিরে যান এই তরুণ।

আরও পড়ুন:

» মাহমুদউল্লাহর অনুপ্রেরণা পেয়েই জয়সূচক ইনিংস খেলেন ফাহিম

» দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় দিয়ে বিপিএল মিশন শুরু বরিশালের

পরের ওভার করতে এসে আবারো জোড়া আঘাত হানেন মেহেদি। একে একে লিটন দাস ও ফারমানউল্লাহ শফির উইকেট তুলে নেন এই স্পিনার। লিটন ২৭ বলে ৩১ এবং ফারমানউল্লাহ ১ রান করে ফেরেন। ৬৫ থেকে ৭৫ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে ঢাকা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। অধিনায়ক থিসারা পেরেরা ও স্টিফেন এসুকিনাজি সমান ১৭ রান করে ফিরে যান। শেষদিকে মুকিদুল ইসলাম ও নাজমুল ইসলাম অপুর ব্যাট থেকে যথাক্রমে ১৮ ও রান আসে।

রংপুরের হয়ে চার ওভারে ২৭ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন শেখ মেহেদি। এছাড়া খুশদিল শাহ ২টি এবং সাইফউদ্দিন, কামরুল ইসলাম রাব্বি ও রাকিবুল হাসান ১টি করে উইকেট নেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ২০ রানে স্টিভেন টেলর ও অ্যালেক্স হেলসকে হারায় রংপুর রাইডার্স। এরপর সাইফ হাসান ও ইফতেখার আহমেদের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। তৃতীয় উইকেটে ৬৫ বলে ৮৯ রান যোগ করেন তারা। সাইফ ৩৩ বলে ৪০ রান করে ফিরে যান। এরপর ১ রানের জন্য অর্ধশতক মিস করেন ইফতেখার। ৩৮ বলে ৪৯ রান করে ফিরে যান এই পাকিস্তানি তারকা।

পরবর্তীতে খুশদিল শাহর ২৩ বলে অপরাজিত ৪৬ এবং নুরুল হাসান সোহানের ১১ বলে ২৫ রানের ক্যামিও ইনিংসে ভর করে ১৯১ রানের বড় পুঁজি পায় রংপুর। ঢাকার পক্ষে আলাউদ্দিন বাবু ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মুকিদুল ইসলাম ২টি এবং মুস্তাফিজুর রহমান ১টি উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর :
রংপুর রাইডার্স: ১৯১/৬ (২০ ওভার)
ঢাকা ক্যাপিটালস: ১৫১/৯ (২০ ওভার)
ফলাফল: রংপুর রাইডার্স ৪০ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট