তিনটি ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে আজ সোমবার (৬ জানুয়ারি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন এই সিরিজে সর্বশেষ আয়ারল্যান্ডের সিরিজের দল থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অন্যতম সিনিয়ির ক্যাম্পেইনার জাহানারা আলম থাকছেন না এই সিরিজে। মূলত ছুটিতে থাকায় তাকে দলে রাখেনি বিসিবি। জাহানার ছাড়াও বাদ পড়েছেন রিতু মনি। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে থাকা জান্নাতুল ফেরদৌসও বাদ পড়েছেন।
রিতু মনি ও জাহানারা আলমের পরিবর্তে দলে ডাক পেয়েছেন লতা মন্ডল ও ফারিহা ইসলাম তৃষ্ণা। এছাড়া টি-টোয়েন্টি দলে ফিরেছেন মারুফা আক্তার, সুলতানা খাতুন, লতা মন্ডল ও ফারজানা হক।
আরও পড়ুন:
» সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে চিন্তার কিছু নেই : আজমল
» ধারাবাহিক ব্যর্থ লিটনকে দলে রাখা নিয়ে যা বললেন প্রধান কোচ
আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডে এবং দুইদিন বিরতি দিয়ে ২৪ জানুয়ারি তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। আর ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ এই সিরিজের ওপরই নির্ভর করছে।
উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৭ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। তবে শীর্ষ ৬ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহন করতে পারবে। এক্ষেত্রে বাংলাদেশের উপরে রয়েছে নিউজিল্যান্ড। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে অন্তত দুটি ওয়ানডে জিতলেই কিউই মেয়েদের টপকে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে পারবে টাইগ্রেসরা। আর এ কারণেই ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ।
ওয়ানডে সিরিজ শেষে ২৭ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর একদিন করে বিরতি দিয়ে ২৯ এবং ৩১ জানুয়ারি যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সবগুলো ম্যাচই সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে। এই সিরিজ খেলতে আগামী ১৩ জানুয়ারি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে দেশ ছাড়বেন নিগার সুলতানা জ্যোতিরা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দল-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, সুবহানা মোস্তারি, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, রাবেয়া, ঝর্ণা আক্তার, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক, তাজ নেহার, সুলতানা খাতুন, মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা।
ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৫/বিটি