Connect with us
ক্রিকেট

কিংবদন্তি ব্রেট লির সঙ্গে একই দলে জাহানারা আলম

Brett lee and Jahanara Alam
ব্রেট লি এবং জাহানারা আলম। ছবি- ফেসবুক

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক সময়ের বিরতিতে গেছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলম। এতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা আসন্ন সিরিজেও অংশ নিচ্ছেন না এই টাইগ্রেস ক্রিকেটার। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক সময়ের জন্য বাইরে থাকলে ক্রিকেটের সঙ্গেই আছেন তিনি। খেলছেন সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে অস্ট্রেলিয়ার প্রথম গ্রেড প্রিমিয়ার লিগ।

অস্ট্রেলিয়ার এই ঘরোয়া টুর্নামেন্টের সুবাদে তার সুযোগ হয়েছে দেশটির তারকা কিংবদন্তি পেসার ব্রেট লির সঙ্গে খেলার। এই সাবেক অজি তারকা যুক্ত আছেন সিডনি ক্রিকেট ক্লাবের সঙ্গেই। আজ দুপুরে কিংবদন্তি ক্রিকেটার ব্রেট লির সঙ্গে তোলা ছবি নিজের অফিসিয়াল ফেসবুক একাউন্টে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন জাহানারা আলম নিজেই।

ব্রেট লির সঙ্গে ছবি পোস্ট করে জাহানারা লিখেন, ‘কিংবদন্তি ব্রেট লির সঙ্গে একই দলে খেলা একটি দারুন অনুভূতি ও সম্মানের।’ যেখানে তখনও সিডনি ক্রিকেট ক্লাবের জার্সি ও প্যাড পরিহিত অবস্থায় দেখা যায় দুই ক্রিকেটারকে।

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা পেস বোলার মনে করা হয় এই তারকা অজি বোলারকে। অপরদিকে বাংলাদেশ নারী দলের সেরা পেসারদের মধ্যে অন্যতম জাহানারা আলম।

আরও পড়ুন:

» পরবর্তীতে কোন ক্লাবের হয়ে খেলবেন, রোনালদো জানালেন নিজেই

» মেসির ২০১২: ফুটবল ইতিহাসের অমর মুহূর্ত

এদিকে বাংলাদেশ নারী দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর বিশ্বকাপের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তার আগে এই টাইগ্রেস ক্রিকেটারকে দলের সঙ্গে না পাওয়া অনেকে চিন্তার বলে মনে করছেন। তবে জাতীয় দলের বাইরে থাকলেও নিজের প্রস্তুতিতে একদমই ঘাটতি রাখছেন না এই টাইগ্রেস ক্রিকেটার।

এর আগে জাতীয় দলের ওয়েস্ট সিরিজের বলে না থাকার কারণ জানিয়েছিলেন জাহানারা আলম। যখন তিনি জানান, ‘আমি সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম নিইনি। কেবল জাতীয় দল থেকে সাময়িক বিশ্রাম নিয়েছি। বিসিবিকেও আমি এটাই জানিয়েছি। বাংলাদেশে গিয়ে আমি ঘরোয়া ক্রিকেটও খেলব। বোর্ডকে এটাও জানিয়ে দেব। এমনকি ছাড়পত্র পেলে সব ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও খেলতে চাই।’

জানা যায় সাম্প্রতিক সময়ে মানসিকভাবে অবসাদগ্রস্ত রয়েছেন এই বাংলাদেশি ক্রিকেটারের। তাই চাপ কমাতে জাতীয় দল থেকে সাময়িক সময়ের বিশ্রামে গেছেন এই নারী ক্রিকেটার। এছাড়াও মাঝে শোনা যাচ্ছিল হেড কোচ হাহসান তিলেকারত্নের সঙ্গে বিরোধের জেরে দল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে এমন কোন কারণ ছিল না বলেই এক গণমাধ্যমে নিশ্চিত করেছেন জাহানারা আলম।

ক্রিফোস্পোর্টস/৮জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট