সিলেটে একদিন বিরতির পর আজ আবার রয়েছে বিপিএলের দুই ম্যাচ। এছাড়া বিগ ব্যাশ লিগে আছে দিনের এক খেলা। আন্তর্জাতিক ক্রিকেট বা ফুটবলে নেই তেমন ব্যস্ততা। সৌদি প্রো লিগে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর।
এক নজরে টেলিভিশনের পর্দায় আজকে যা দেখবেন :
বিপিএল
ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স
দুপুর দেড়টায় শুরু
সরাসরি দেখাবে টি স্পোর্টস ও গাজী টিভি
ঢাকা ক্যাপিটালস বনাম চিটাগং কিংস
সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু
সরাসরি দেখাবে টি স্পোর্টস ও গাজী টিভি
বিগ ব্যাশ লিগ
মেলবোর্ন স্টার্স বনাম সিডনি সিক্সার্স
দুপুর সোয়া দুইটায় শুরু
সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ২
সৌদি প্রো লিগ
আল নাসর বনাম আল আখদুদ
রাত এগারোটায় শুরু
সরাসরি দেখাবে সনি স্পোর্টস টেন ২
আরও পড়ুন:
» এসএ টি-টোয়েন্টি ২০২৫ : এক নজরে পূর্ণাঙ্গ সময়সূচি
» সাকিব-ফিজদের পর পিএসএল ড্রাফটে আরো ২১ বাংলাদেশি
ক্রিফোস্পোর্টস/৯জানুয়ারি২৫/এফএএস