Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কায় দারুণ জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

Bangladesh bounce back with a great win in Sri Lanka
শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা। ছবি- সংগৃহীত

চলতি মাসেই মালয়েশিয়ার মাটিতে পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। আসন্ন এই টুর্নামেন্টের আগে কিছুটা ঝালিয়ে নিতে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করেছে জুনিয়র টাইগ্রেসরা। তবে সিরিজের প্রথম দুই ম্যাচে টানা হারের পর তৃতীয় ম্যাচে জয় নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা।

আজ বুধবার (৮ জানুয়ারি) সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৪ উইকেটের হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ম্যাগোনার সারে ভিলেজ গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে শ্রীলঙ্কা। জবাবে ৬ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখেই বন্দরে পৌঁছে যায় সফরকারী দলটি।

এদিন টস হেরে বোলিংয়ে নেমে দলীয় ৭ রানেই শ্রীলঙ্কার দুই ওপেনারকে ফেরান নিশিতা-ফাহমিদারা। এরপর তৃতীয় উইকেটে ২৯ রানের জুটি গড়েন দহমি সেনেথমা ও মানুদি নানায়াক্কারা। তবে দহমি ৩২ বলে ২৪ এবং মানুদি ২৪ বলে ১৬ রান করে ফিরে যাওয়ার পর কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে শেষদিকে হিরুনি হানসিকা ও শশিনী গিমানির দ্রুতগতির ২১ বলে ৩৬ রানের জুটিতে ভর করে ১০৯ রানের পুঁজি পায় লঙ্কানরা।

আরও পড়ুন:

» তামিমের সঙ্গে বিসিবির বৈঠক, কী সিদ্ধান্ত এলো?

» কিংবদন্তি ব্রেট লির সঙ্গে একই দলে জাহানারা আলম

হিরুনি১৯ বলে ২৪ এবং শশিনী ৭ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া ১১ রান আসে রশ্মিকা সেওয়ান্দির ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৩ ওভারে ১৭ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন আনিসা আক্তার সোবা। এছাড়া নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া ও হাবিবা ইসলাম ১টি করে উইকেটের দেখা পান।

১১০ রানের রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। স্কোরবোর্ডে রান তোলার আগেই প্রথম দুই বলে সাজঘরে ফেরেন ওপেনার মোসাম্মত ঈভা ও তিনে নামা সুমাইয়া আক্তার সুবর্ণা। তবে তৃতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে শুরুর চাপ সামাল দেন সাদিয়া ইসলাম ও ফাহমিদা ছোঁয়া। ৫২ বলে ৪৩ রানের জুটি গড়েন তারা। দলীয় ৪৩ রানে ফিরে যান সাদিয়া। তার ব্যাট থেকে আসে ২৮ বলে ২৪ রান।

দলীয় ৭৬ রানে রানআউটের শিকার হয়ে ফিরে যান ফাহমিদা। ৪ চারের মারে ৪২ বলে ৩৮ রান করে ফেরেন এই ওপেনার। এর কিছুক্ষণ পরে অধিনায়ক সুমাইয়া আক্তারও ফিরে যান ১৪ রান করে। তবে শেষদিকে আফিফা আশিমার ১৮ বলে ২৬ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ২ বল হাতে রেখেই জয়ে বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগ্রেসরা।

শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট শিকার করেন রশ্মিকা সেওয়ান্দি ও শশিনী গিমানি। এছাড়া ১টি উইকেট পেয়েছেন চামোদি প্রবোদ মুনাসিংহে।

এই জয়ে সিরিজে ২-১ ব্যবধান বিরাজ করছে। আগামীকাল (বৃহস্পতিবার) একই মাঠে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী: ১০৯/৬ (২০ ওভার)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী: ১১৩/৬ (১৯.৪ ওভার)
ফলাফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ৪ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/৮জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট