Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের থাকা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

Shakib-Gazi Ashraf
সাকিবের বিষয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক লিপু। ছবি- সংগৃহীত

গত বছরের সেপ্টেম্বরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। তবে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরে গেলেও ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়কের। তবে সেপ্টেম্বরের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। এই সময়ে দুটি ওয়ানডে সিরিজ খেলেছে টাইগাররা যেখানে রাখা হয়নি সাকিবকে। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের পাশাপাশি তামিম ইকবালেরও পুনরায় জাতীয় দলে ফেরার বিষয়ে বেশ আলোচনা চলছে। বার বার প্রশ্ন উঠছে তারা খেলবেন কি না?

তামিমের জাতীয় দলে ফেরার বিষয়ে আলোচনা করতে আজ বুধবার সকালে ঢাকা থেকে সিলেটে এসেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু এবং নির্বাচক হান্নান সরকার। এরপর তামিমের সঙ্গে বৈঠক করেন তারা। তবে সিদ্ধান্ত জানানোর জন্য দুই-তিন দিন সময় চেয়েছেন তামিম। খুব শিগগিরই তার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

তবে সাকিবের খেলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। মূলত অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে থাকার পাশাপাশি বোলিং নিষেধাজ্ঞায়ও রয়েছেন সাকিব। এছাড়া তাকে দলের নেওয়ার ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত মেলেনি এখনো। যে কারণে তার খেলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি।

আরও পড়ুন:

» শ্রীলঙ্কায় দারুণ জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

» তামিমের সঙ্গে বিসিবির বৈঠক, কী সিদ্ধান্ত এলো?

আজ সিলেটে বৈঠক শেষে সাকিবের প্রসঙ্গে গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সাকিবের ব্যাপারে এখনো কোনো নির্দেশনা আসেনি।’ এছাড়া সাকিবের বোলিং নিষেধাজ্ঞা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন লিপু। তিনি বলেন, ‘বোলিং অ্যাকশন পরীক্ষায় সাকিবের উত্তীর্ণ হতে না পারার বিষয়টা একটু বিস্ময়কর।’

এর আগে বিসিবি বস ফারুক আহমেদ জানিয়েছিলেন, সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অ্যাভেইলেবল। তার ইস্যু সমাধান হলেই দলে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ফারুক বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে। আমার মনে হয় এই বিপিএলের মাঝেই আমাদের নির্বাচকদের সঙ্গে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। আর সাকিব তো এখনো অবসরে যায়নি। সাকিব যদি অবসরে চলে যেত, তাহলে বলতাম ও আর নেই। কীভাবে ওর ইস্যুগুলো সমাধান করা যায় সেটা নিয়ে ও (সাকিব) মাঝে মাঝে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে।’

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চলতি মাসের ১২ জানুয়ারির মধ্যে আইসিসিতে ১৫ সদস্যের দল পাঠাতে হবে বিসিবিকে। ফলে এর মধ্যেই সাকিবকে নিয়ে যেকোনো সিদ্ধান্তে পৌঁছতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

ক্রিফোস্পোর্টস/৮জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট