পিএসএল ২০২৫– আসরের ড্রাফটে শুরুর দিকেই নাম লেখান বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এরপর একে একে সেই তালিকায় নাম লেখান অন্তত ৩০ থেকে ৪০ জন ক্রিকেটার। সবমিলিয়ে এবারের পিএসএল ড্রাফটে বাংলাদেশ থেকে থাকছেন বেশ কয়েকজন ক্রিকেটার।
এর আগে ড্রাফটের প্লাটিনাম ও ডায়মন্ড- এই সর্বোচ্চ দুই ক্যাটাগরিতে ৮ বাংলাদেশি খেলোয়াড়ের নাম প্রকাশ করে পিসিবি ও পিএসএল। এই তালিকায় একমাত্র মুস্তাফিজুর রহমান আছেন প্লাটিনাম ক্যাটাগরিতে। এছাড়া সাকিবসহ বাকি ৭ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান এবং তাওহিদ হৃদয় রয়েছেন ডায়মন্ড ক্যাটাগরিতে।
এবার সিলভার ক্যাটাগরিতে আরো ২১ বাংলাদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করেছে পিএসএল কর্তৃপক্ষ। এই তালিকায় রয়েছেন জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান, তানজিদ হাসান তামিম, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, আলিস আল ইসলাম, এনামুল হক বিজয়, জাকির হাসান, আরিফুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল ইসলাম অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান ও শহিদুল ইসলাম।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের থাকা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক
» শ্রীলঙ্কায় দারুণ জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ
আগামী ৮ এপ্রিল মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের দশম আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ১১ জানুয়ারি বেলুচিস্তানের বন্দর নগরী গোয়াদারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্লেয়ার্স ড্রাফট। তবে ড্রাফটের সময় ও স্থান দুটোই পরিবর্তন করেছে পিএসএল কর্তৃপক্ষ। বেলুচিস্তানের পরিবর্তে লাহোরের হাজুরি বাগে আগামী ১৩ জানুয়ারি প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজি গুলো সর্বোচ্চ ৮ খেলোয়াড় ধরে রাখতে পারে। তবে কেবল বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স রিটেইন করেছে তাদের সর্বোচ্চ ৮ জন করে খেলোয়াড়। আর বাকি তিন ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস, মুলতান সুলতানস ও পেশোয়ার জালমি ৭ জন করে রিটেইন করেছে।
সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি-মার্চের দিকে অনুষ্ঠিত হয়ে থাকে পিএসএল। তবে এবার পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে কিছুটা পিছিয়ে আইপিএলের সময়ই মাঠে গড়াবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তাই যারা আইপিএলে খেলবেন তাদের পিএসলে খেলার সুযোগ নেই। তবে যারা আইপিএলে দল পাননি তাদেরকে দেখা যেতে পারে পাকিস্তানের মাটিতে। বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার টি-টোয়েন্টি অনেক ছন্দে রয়েছে। তাদেরকেও দলে ভেড়াতে পারে ফ্রাঞ্চাইজিগুলো।
ক্রিফোস্পোর্টস/৮জানুয়ারি২৫/বিটি