হারের বৃত্ত থেকে যেন বেরোতেই পারছে না ঢাকা ক্যাপিটালস। চলতি বিপিএলে এখনো কোনো জয়ের দেখা পায়নি ফ্রাঞ্চাইজিটি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চিটাগং কিংসের কাছে ৭ উইকেটে হেরে টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখল থিসারা পেরেরার দল। এই হারে ম্লান হয়ে গেছে সাব্বির রহমানের ৮২ রানের দুর্দান্ত ইনিংসটি।
সিলেটে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে ঢাকা ক্যাপিটালস। জবাবে ৩ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগং কিংস।
রানতাড়ায় নেমে দারুণ শুরু পায় চিটাগং। উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলে দলটি। পারভেজ হোসেন ইমনকে ১৭ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন ফারমানউল্লাহ সফি। তবে আরেক ওপেনার উসমান খানের ব্যাটে দ্রুতগতিতে রান তুলে নেয় চিটাগং। উসমান খান ৩৩ বলে ৫৫ রান করে ফিরে যাওয়ার পর গ্রাহাম ক্লার্কও মেরে খেলতে শুরু করেন।
আরও পড়ুন:
» সাব্বিরের দুর্দান্ত কামব্যাক, তুলে নিলেন দ্রুতগতির ফিফটি
» রংপুরের কাছে হেরে মেজাজ হারালেন তামিম, কী ঘটেছিল?
দলীয় ১৪৪ রানের মাথায় গ্রাহামকে (৩৯) ফিরিয়ে কিছুক্ষণের জন্য ম্যাচে ফেরে ঢাকা। তবে শামীম পাটোয়ারি ঢাকার জয়ের স্বপ্ন ভেঙে দেন। শেষদিকে মাঠে এসে ১৪ বলে ৩০ রান তুলে দলের জয় নিশ্চিত করেন এই বিধ্বংসী ব্যাটার। অপরপ্রান্তে ২২ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন মোহাম্মদ মিথুন। ঢাকা ক্যাপিটালসের হয়ে ১ টি করে উইকেট নেন সফি, মোসাদ্দেক ও মুস্তাফিজুর।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা আশানুরূপ হয়নি ঢাকার। শুরুতেই ফিরে যান ইংলিশ তারকা জেসন রয়(১)। এরপর তানজিদ হাসান তামিম একপ্রান্ত ধরে খেললেও অপরপ্রান্তে আসা-যাওয়ার মধ্যে থাকেন ঢাকার ব্যাটাররা স্টিফেন ইসকেনাজি ৫ ও শাহাদাত হোসেন দীপু ৯ রান করে ফিরে যান। এরপর সাব্বির রহমানের ব্যাটে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যায় ঢাকা।
সাব্বিরের ৩৩ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে এবারের আসরে নিজেদের সর্বোচ্চ দলীয় রানের পুঁজি পায় ঢাকা ক্যাপিটালস। অপরাজিত থাকা সাব্বিরের ২৪৮.৪৮ স্ট্রাইকরেটের এই টর্নেডো ইনিংসে ৩ টি চারের মার এবং ৯ টি ছক্কার মার ছিল। এছাড়া ফিফটির দেখা পান ওপেনার তানজিদ হাসান তামিম। ৪৮ বলে ৪ চার ও ২ ছক্কার মারে ৫৪ রান করেন তিনি।
বরিশালের হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন পেসার খালেদ আহমেদ। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন আলিস আল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ক্যাপিটালস: ১৭৭/৫ (২০ ওভার)
চিটাগং কিংস: ১৮০/৩ (১৯.৩ ওভার)
ফলাফল: চিটাগং কিংস ৭ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/৯জানুয়ারি২৫/বিটি