এবারের বিপিএল যেন রোমাঞ্চে ঠাসা। চার-ছক্কার ফুলঝুরি সঙ্গে টানটান উত্তেজনা। মাঠের খেলা ছাড়িয়ে উত্তেজনার পারদে পুড়ছে সামাজিক মাধ্যম। সমর্থক থেকে খুদ দল—লড়াই যেন কোথাও থামছে না। এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিপিএলটাই তো খুঁজছিলেন দেশের ক্রিকেট সমর্থকরা। সেই উত্তেজনার এক ঝলক দেখা গেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল এর সিলেট পর্বে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ম্যাচে।
এবারের আসরে প্রথম হার যখন রংপুর রাইডার্সকে ডাকছিল, তখন শেষ ওভারে যেন ত্রাতা হয়ে এলেন নুরুল হাসান সোহান। ৬ বলে যখন ২৬ রান দরকার তখন—ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট; এই উক্তিটি যেন প্রমাণ করলেন রংপুরের কাপ্তান হাসান। বল হাতে সামনে যখন ক্যারিবীয় তারকা ক্রিকেটার কাইল মায়ার্স- তখন অনেকেই ভেবেছিলেন এতো কেবল সময়ের অপেক্ষা। কিন্তু সব প্রেডিকশন উড়িয়ে দিয়ে একটি থ্রিলার ইনিংস খেললেন রংপুরের দলপতি নুরুল হাসান সোহান।
মায়ার্সের প্রথম বলে ছক্কা, পরের দুই বলে চার হাকান সোহান। রংপুর কাপ্তানের এমন কচুকাটা ইনিংসের পর শুরু হয় নাটকীয়তা- শেষ ৩ বলে যখন ১২ রান দরকার তখন ফরচুন বরিশাল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেয়,‘মনুরা রেডি তো।’ সেখান থেকেই মাঠের বাইরে উত্তেজনার পারদ বাড়তে থাকে।
আরও পড়ুন :
» আবারো ঢাকার হারে ম্লান সাব্বিরের দুর্দান্ত ইনিংস
» রংপুরের কাছে হেরে মেজাজ হারালেন তামিম, কী ঘটেছিল?
» টানা দুই জয়ে শ্রীলঙ্কায় সিরিজ ড্র করল বাংলাদেশ
এর মধ্যে সোহান শেষ তিন বলে মায়ার্সের বল পিটিয়ে ছাতু করেন; ২ ছক্কা ও ১ চারে রংপুরকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক সোহান। আর এতেই যেন নতুন স্নায়ু যুদ্ধের পালে হাওয়া লাগে। সোহানের ৭ বলে ৩২ রানের ম্যাজিক ইনিংসে অপরাজিতের খাতা অক্ষত থাকে রংপুরের। এবারের আসরে ৫ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান ধরে রেখেছে রংপুর।
অপরদিকে রুদ্ধশ্বাস জয়ের পরই সামাজিক মাধ্যমে জমে ওঠে খেলা। রংপুর অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘পোস্ট ডিলিট করো, সমস্যা হবে।’ ফটোকার্ডে বরিশালের দেওয়া পোস্টের স্ক্রিনশট বসিয়ে দেয় রংপুর।
ফটোকার্ডে লেখা ছিল ‘জাগো বাহে জাগো’ এবং সেখানে বরিশালের জয় উদযাপনের ছবি পোস্ট করে।
এদিকে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের পর, অনেকটা অনুমেয়ভাবেই ম্যাচ সেরা হয়েছেন সোহান।
এর আগে গত ২ জানুয়ারি ঢাকার মাঠে বরিশালকে প্রথম দেখায় হারিয়ে ফেসবুক পেজে ফটোকার্ড বানিয়ে রসিকতা করেছিল রংপুর রাইডার্স। ‘রংপুর বার্তা’ নামে পত্রিকার ফ্রন্ট পেজের মতো একটি কাল্পনিক ফটোকার্ড বানিয়ে, এতে শিরোনাম দিয়েছিল- ‘বরিশালের লঞ্চে ধাক্কা, আতঙ্কে যাত্রীরা’!
তখন অবশ্য সেই পোস্টে বরিশাল উত্তর দিয়েছিল, ‘একটু ধাক্কা না হয় খেয়েছি, কিন্তু গন্তব্যের কাছে দেখা হবে, মনু’! তবে দ্বিতীয় দেখায়ও কূলের দেখা পায়নি তামিমের ফরচুন বরিশাল।
ক্রিফোস্পোর্টস/৯জানুয়ারি২০২৫/এসএ