টানা দুই হারের পর জয়ে ফিরল দুর্বার রাজশাহী। খুলনা টাইগার্সকে প্রথম হারের স্বাদ দিয়ে এবারের আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে এনামুল হক বিজয়ের দল। শুক্রবার (১০ জানুয়ারি) মেহেদি হাসান মিরাজের খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী।
সিলেটে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে দুর্বার রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৯.৩ ওভারে ১৫০ রান করে গুটিয়ে যায় খুলনা টাইগার্স।
এদিন রানতাড়ায় নেমে শুরুতে অজি তারকা উইলিয়াম বোসিস্টোকে হারায় খুলনা। ৬ রান করে ফিরে যান এই ওপেনার। ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক মেহেদি হাসান মিরাজও। তিনে নেমে মাত্র ১ রান করে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার। এরপর নাঈম শেখ ও আফিফ হোসেনের ধীরগতির ব্যাটিংয়ে আরো চাপে পড়তে থাকে খুলনা। তৃতীয় উইকেট জুটিতে ৪১ বলে মাত্র ৩২ রান যোগ করেন এই দুই ব্যাটার।
আরও পড়ুন:
» সোহানের অপরাধে মাহেদী কেন আউট হলেন?
» অবিশ্বাস্য ইনিংস, দলকে জিতিয়ে মাঠ ছেড়ে যা বললেন সোহান
দলীয় ৫৯ রানে নাঈমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সোহাগ গাজী। প্যাভিলিয়নে ফেরার আগে ২৮ বলে ২৪ রানের এক ইনিংস খেলেন এই ওপেনার। অবশ্য নাঈম যাওয়ার পর কিছুটা দ্রুত রান তোলার চেষ্টা করেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। তবে দলীয় ৯০ রানে আফিফকে ফিরিয়ে ১৪ বলে ৩২ রানের জুটি ভাঙেন সোহাগ গাজী। কিছুক্ষণ পর মাহিদুলও তার উইকেট হারান। এই উইকেটরক্ষকের ব্যাট থেকে আসে ১১ বলে ১৮ রান।
এরপর ইমরুল কায়েস ঝড়ো শুরুর আভাস দিয়েও ইনিংস বড় করতে পারেননি। ২ ছক্কা ও ১ চারের মারে ৬ বলে ১৭ রান করে ফেরেন এই তারকা। শেষদিকে নাসুম আহমেদের ১৫ ও অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ১৫০ রানে থামে খুলনা। রাজশাহীর হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ, সোহাগ গাজী ও রায়ান বার্ল।
এর আগে ব্যাটিংয়ে নেমে ইয়াসির আলীর ২৫ বলে ৪১ এবং রায়ান বার্লের ২৯ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৭৮ রানের পুঁজি পায় খুলনা। এছাড়া মোহাম্মদ হারিস ২০ বলে ২৭, জিসান আলম ২২ বলে ২৩ এবং আকবর আলী ৯ বলে ২১ রান করেন।
খুলনার হয়ে ৩ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন নাসুম আহমেদ। এছাড়া মোহাম্মদ নেওয়াজ, মেহেদি হাসান মিরাজ ও আবু হায়দার রনি ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
দুর্বার রাজশাহী: ১৭৮/৫ (২০ ওভার)
খুলনা টাইগার্স: ১৫০/১০ (১৯.৩ ওভার)
ফলাফল: দুর্বার রাজশাহী ২৮ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৫/বিটি