Connect with us
ক্রিকেট

হেলসের সঙ্গে তর্কে জড়িয়ে দুঃসংবাদ পেলেন তামিম

Tamim gets bad news after argument with Hales
তামিম ও হেলসকে থামানোর চেষ্টা করছেন দুইজন। ছবি- সংগৃহীত

গতকাল বিপিএলে দিনের প্রথম খেলায় দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। পুরো ম্যাচজুড়েই ছিল উত্তেজনা ভরপুর। আর শেষদিকে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান ৬ বলে ২৬ রান তাড়া করে দলকে জিতিয়ে চলতি বিপিএলের সেরা ম্যাচ উপহার দেন। তবে ম্যাচে শেষে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। হারের পর মেজাজ হারান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

মূলত ম্যাচশেষে রংপুরের ইংলিশ তারকা অ্যালেক্স হেলসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তামিম। আর এই ঘটনায় শাস্তি পেয়েছেন বরিশালের এই শিরোপাজয়ী অধিনায়ক।

ম্যাচশেষে হাত মেলানোর জন্য ডাগআউট থেকে সবাই মাঠে আসেন। এ সময় হেলসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তামিম। এমনকি হেলসের দিকে তেড়েফুঁড়ে গিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তাকে। এ সময় তামিমকে শান্ত করতে ছুটে আসেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। এরপরও তামিম তেড়ে যেতে চাইলে তাকে জোর করে সরিয়ে নেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিন।

আরও পড়ুন:

» মিরাজদের হারিয়ে জয়ে ফিরলেন তাসকিন-এনামুলরা

» অবিশ্বাস্য ইনিংস, দলকে জিতিয়ে মাঠ ছেড়ে যা বললেন সোহান

এমন ঘটনার পর শাস্তি পেয়েছেন তামিম ইকবাল। আচরণবিধির লঙ্ঘন করায় তামিমকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নিয়ামুর। এছাড়া তামিমও অভিযোগ স্বীকার করে নিয়েছেন। যে কারণে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।

তামিমের রেগে যাওয়ার বিষয়টি স্পষ্ট দেখা গেলেও, তামিম কেন রেগে যান সে বিষয়টি ছিল অস্পষ্ট। তবে অ্যালেক্স হেলস এ বিষয়ে মুখ খুলেছেন। দেশ ছাড়ার আগে দেশের একটা টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে হেলস বলেন, ‘তামিম কোনো একটা বিষয়ে আমার ওপর মন খারাপ করেছিল। তবে কী নিয়ে করেছিল তা জানি না। তিনি আমাকে বললেন, আমি কিছু বলতে চাইলে সরাসরি বলতে। কিন্তু আমি তাকে কিছু বলিনি।’

এমনকি তামিম তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন বলেও অভিযোগ তুলেছেন এই তারকা। তিনি বলেন, ‘বিয়ার পান করার জন্য ২০২১ সালে আমি ৩ সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছিলাম। তিনি এই বিষয়টি তুলে ধরে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। এটা সত্যিই খুব লজ্জাজনক।’

উল্লেখ্য, বিপিএলের ১৩তম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। হাইভোল্টেজ এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে ৩ উইকেট হাতে রেখে শেষ বলে জয় নিশ্চিত করে রংপুর।

ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট