Connect with us
ক্রিকেট

দলে ফিরেই দ্রুতগতির ফিফটি তুলে নিলেন লিটন

Litton Das scores a fifty for Dhaka Capitals
ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রথম ফিফটির দেখা পেয়েছেন লিটন। ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বেশ বাজে সময় পার করছেন লিটন কুমার দাস। জাতীয় দলের পর চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়েও ব্যাট হাতে ব্যর্থ হন এই ওপেনার। এর ফলে ঢাকার মূল একাদশে জায়গা হারান এই অভিজ্ঞ ব্যাটার। তবে এক ম্যাচে বাদ পড়লেও পরের ম্যাচেই দলে ফিরেছেন তিনি। আর দলে ফিরেই জ্বলে উঠলেন এই তারকা। ব্যাট হাতে তুলে নিয়েছেন দ্রুতগতির ফিফটি।

শুক্রবার (১০ জানুয়ারি) বিপিএলের ১৬তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করছে ঢাকা। দলের হয়ে ৬ চার ও ১ ছক্কার মারে ২৯ বলে ফিফটি তুলে নিয়েছেন এই তারকা।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় ঢাকা ক্যাপিটালস। তবে লিটনের ব্যাটে শুরুর বিপত্তি কাটিয়ে ঘুরে দাঁড়ায় ঢাকা। ইনিংসের শুরু থেকেই মেরে খেলতে থাকেন এই ওপেনার। অপরপ্রান্তে তাকে সঙ্গ দেন মুনিম শাহারিয়ার। যদিও মুনিম কিছুটা ধীরগতিতে খেলেন। তবে ইনিংসে সেটার প্রভাব পড়তে দেননি লিটন। ২৯ বলে পৌঁছে যান মাইলফলকে।

আরও পড়ুন:

» হেলসের সঙ্গে তর্কে জড়িয়ে দুঃসংবাদ পেলেন তামিম

» হেলসের সঙ্গে তর্কে জড়িয়ে দুঃসংবাদ পেলেন তামিম

ফিফটি রানের মাইলফলক স্পর্শের পর শতরানের মাইলফলকের দিকে এগোতে থাকেন লিটন। তবে মাঝপথেই কাটা পড়েন এই ওপেনার। দলীয় ১৩৬ রানের মাথায় রাহকিম কর্নওয়েলের বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফিরে যান তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭৩ রান। ৪৩ বলে ১০ চার ও ১ ছক্কার মারে এই ইনিংস খেলেন লিটন।

লিটনের পর একই ওভারে রাহকিমের শিকার হয়ে ফিরে যান মুনিম শাহারিয়ার। ৭ চার ও ১ ছক্কার মারে ৫২ রান করেন এই ব্যাটার।

দ্রুত ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাব্বির রহমান ও অধিনায়ক থিসারা পেরেরা। চতুর্থ উইকেট জুটিতে মাত্র ১৭ বলে ৪১ রান যোগ করেন এই দুই ব্যাটার। সাব্বির ১০ বলে ২৩ রানের এক দ্রুতগতির ইনিংস খেলেন, যেখানে ৩টি ছক্কার মার ছিল। আর থিসারা পেরেরা ৯ বলে ২ চার ও ১ ছক্কার মারে ১৮ রান করেন।

এছাড়া শেষদিকে মোসাদ্দেক-রিয়াজদের ছোট ছোট ক্যামিওতে ২০ ওভারে ১৯৩ রানের পুঁজি পায় ঢাকা। এবারের বিপিএলে এটাই তাদের সর্বোচ্চ দলীয় রান।

ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট