চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে প্রতিনিধিত্ব করছেন সাব্বির রহমান। তবে ফ্রাঞ্চাইজিটির হয়ে শুরুর দিকে একাদশে সুযোগই মিলেনি সাব্বিরের। প্রথম ৩ ম্যাচে ডাগআউটে বসে সময় পার করেছেন তিনি। তবে চতুর্থ ম্যাচে ঢাকার জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন এই তারকা। এরপর খেলেছেন ৩ ম্যাচ। আর তাতেই ছক্কা মারার তালিকায় সেরাদের কাতারে জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট খ্যাত এই ব্যাটার।
ঢাকার জার্সিতে শুরুটা ভালো হয়নি সাব্বিরের। প্রথম ম্যাচে ৭ বল খেলে মাত্র ২ রান করে আউট হয়ে যান তিনি। তবে পরের ম্যাচে দুর্দান্ত কামব্যাক করেন এই তারকা। চিটাগং কিংসের বিপক্ষে মাত্র ২১ বলে ফিফটি তুলে নেওয়ার পাশাপাশি খেলেন তার বিপিএল ক্যারিয়ারের অন্যতম সেরা একটি ইনিংস। মাত্র ৩৩ বলে ৩ চার ও ৯ ছক্কার মারে ৮২ রান করেন এই হার্ডহিটার ব্যাটার।
পরের ম্যাচে আবারো জ্বলে ওঠেন সাব্বির। তবে এবার ইনিংস বড় করতে পারেননি এই ব্যাটার। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩ ছক্কার মারে ১০ বলে খেলেন ২৩ রানের ক্যামিও ইনিংস। আর তাতেই সেরাদের কাতারে স্থান করে নিয়েছেন তিনি।
আরও পড়ুন:
» দলে ফিরেই দ্রুতগতির ফিফটি তুলে নিলেন লিটন
» হেলসের সঙ্গে তর্কে জড়িয়ে দুঃসংবাদ পেলেন তামিম
চলতি বিপিএলে ৩ ম্যাচে মোট ১২ ছক্কা হাঁকিয়েছেন সাব্বির। এতে সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটারদের তালিকায় পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছেন এই তারকা। তালিকায় ওপরে থাকা ব্যাটাররা তার চেয়ে কমপক্ষে ২টি করে ম্যাচ বেশি খেলেছেন।
এই তালিকায় সবার ওপরে রয়েছেন দুর্বার রাজশাহীর ইয়াসির আলী রাব্বি। ৫ ইনিংসে ১৬ টি ছক্কা মেরেছেন তিনি। চলতি বিপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। ১৪ ছক্কা নিয়ে তালিকার দুই নম্বরে অবস্থান করছেন কাইল মায়ার্স। ফরচুন বরিশালের এই ক্যারিবিয়ান তারকা ইয়াসিরের সমান ৫ টি ম্যাচ খেলেছেন।
তালিকার তিন নম্বরে আছেন অ্যালেক্স হেলস। রংপুর রাইডার্সের এই ইংলিশ তারকা ৬ ইনিংসে ১৩টি ছক্কা মেরেছেন। হেলসের পরেই অবস্থান করছেন রংপুর রাইডার্সের আরেক ব্যাটার সাইফ হাসান। সমান ৬ ইনিংস খেলে ১৩টি ছক্কা মেরেছেন এই টপ অর্ডার ব্যাটার। এরপরেই অবস্থান সাব্বিরের। তবে সাব্বিরের সমান ১২ ছক্কা মেরেছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা। তবে সাব্বিরের চেয়ে ৩ ইনিংস বেশি খেলেছেন এই লঙ্কান অলরাউন্ডার।
ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৫/বিটি