Connect with us
ক্রিকেট

তাসকিনের ওপর নজর পিএসএলের দুই ফ্র্যাঞ্চাইজির!

Two PSL franchises are eyeing Taskin!
দুর্বার রাজশাহীর জার্সিতে তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

আর দুদিন বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের ড্রাফটে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। পিএসএলের বেশ কয়েকটি ক্যাটাগরিতে অন্তত ৩০ থেকে ৪০ জন বাংলাদেশি ক্রিকেটার ড্রাফটে আছেন। যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। আর ড্রাফট থেকে তাকে দলে ভেড়াতে দুই ফ্র্যাঞ্চাইজিকে সুপারিশ করা হয়েছে।

এই দুই ফ্রাঞ্চাইজি হলো এই দুই ফ্র্যাঞ্চাইজি হলো লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি। ড্রাফটের আগে দলে নেওয়ার সুযোগ না থাকায় তাসকিনকে দলে নেওয়ার জন্য সুপারিশ করেছেন এই দুই ফ্রাঞ্চাইজির দুই প্রতিনিধিত্বকারী।

চলমান বিপিএলের দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন তাসকিন। আর সেখানে তার প্রধান কোচ পাকিস্তানের ইজাজ আহমেদ। আর তিনি পিএসএলের ফ্রাঞ্চাইজি লাহোর কালান্দার্সের সঙ্গেও কাজ করছেন। আর তিনি লাহোর কালান্দার্সকে তাসকিনকে দলে নেওয়ার ব্যাপারে সুপারিশ করেছেন।

আরও পড়ুন:

» হেলসের সঙ্গে তর্কে জড়িয়ে দুঃসংবাদ পেলেন তামিম

» ৩ ম্যাচ খেলেই ছক্কা হাকানোর তালিকায় সেরা পাঁচে সাব্বির

দ্য ডেইলি সানের এক প্রতিবেদনে ইজাজের বক্তব্যে জানানো হয়েছে, ‘আমি লাহোর কালান্দার্সকে তাসকিনের ব্যাপারে সুপারিশ করেছি। তারা ওকে পছন্দ করে। তারা ওর বিপিএল পারফরম্যান্স দেখছে। আশা করছি তারা তাসকিনকে দলে নেবে।’

এছাড়া দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ হারিস। আর পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে খেলছেন এই ওপেনার। আর তাসকিনকে দলে নিতে তিনিও তার ফ্রাঞ্চাইজিকে সুপারিশ করেছেন।

এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘হারিস আমাকে জানিয়েছে পেশাওয়ার জালমি আমাকে নিতে আগ্রহ প্রকাশ করেছে। দুটো দলই বেশ ভালো। তবে আমি যেকোনো দলের হয়েই খেলতে চাই। দেখা যাক, ১৩ তারিখে (ড্রাফটে) কী হয়।’

দুর্দান্ত বোলিং নৈপুণ্যে এবারের বিপিএলে আলাদাভাবে নজর কেড়েছেন তাসকিন। রাজশাহীর হয়ে ৫ ম্যাচে ১৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি এই তারকা। যার মধ্যে একটি ম্যাচে মাত্র ১৯ রানে ৭ উইকেট নিয়েছেন তিনি। যা টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সেরা বোলিং ফিগার এবং বিপিএলের ইতিহাসের সেরা বোলিং ফিগার।

আগামী ১৩ জানুয়ারি লাহোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে তাসকিন ছাড়াও মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান এবং আরো বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার থাকবেন।

ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট