Connect with us
ক্রিকেট

ঢাকায় নিউজিল্যান্ড, বিশ্বকাপের আগে নিজেদের ঝালাইয়ের ভাবনা

ছবি- গুগল

দুয়ারে কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী অক্টোবরে ভারতের মাটিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশ নিতে নিজেদের প্রস্তুত করছে সব দল। তবে এশিয়ার মাটি ও কন্ডিশনে ইউরোপের দেশ গুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এদিকে এ বিশ্বকাপ সামনে রেখে নিজেদের আরেকটু ঝালাই করে নিতে চায় নিউজিল্যান্ড। এ জন্য ভারতের নিকট প্রতিবেশী বাংলাদেশই তাদের প্রথম পছন্দ। তাই বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ সফরের কথা ভাবছে কিউইরা।

সফর চূড়ান্ত হলে তিন ওয়ানডেতে মুখোমুখি হতে পারে দুদল। তবে এ বিষয়ে এখনো কিছুই চূড়ান্ত করেনি বিসিবি। তবে ভেন্যু পর্যবেক্ষণ ও নিরাপত্তার বিষয় তদারকির জন্য ইতোমধ্যে ঢাকায় এসেছে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল।

অপরদিকে সম্ভাব্য সিরিজটি মাঠে গড়ালে, বাংলাদেশও নিজেদের শেষবারের মতো পরখ করে নেওয়ার আরও একটি সুযোগ পাবে।

জানা গেছে, বিশ্বকাপের উইকেটের কথা মাথায় রেখে সিলেটের ভেন্যুও এই সিরিজের জন্য বিবেচনায় থাকতে পারে। কেননা বিশ্বকাপে যদি আসামের গুয়াহাটিতে টাইগারদের কোন ম্যাচ থাকে তাহলে কাছাকাছি কন্ডিশনে প্রস্তুতি নিতে পারলে ভাল ফল পাওয়া যেতে পারে।

প্রসঙ্গত, মঙ্গলবার মিরপুরে শেরে-বাংলা স্টেডিয়াম পর্যবেক্ষণ করেছে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল। বুধবার গেছে সিলেটে। এখন অপেক্ষা দুপক্ষের দুইয়ে দুইয়ে চার মেলার।

আরও পড়ুন: পুরোদস্তুর ছাত্র বাবর-রিজওয়ান

ক্রিফোস্পোর্টস/৩১মে২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট