Connect with us
ফুটবল

ফুটবল ক্লাবের মালিকানা কিনতে চান ভিনিসিয়ুস

Vinicius Junior wants to buy ownership of football club
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি- সংগৃহীত

বর্তমান ফুটবল বিশ্বে বেশ পরিচিত একটি নাম ভিনিসিয়ুস জুনিয়র। বল পায়ে নিজের ক্যারিশমা দেখিয়ে পুরো বিশ্বে নিজেকে চিনিয়েছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মাত্র ২৪ বছর বয়সেই বর্তমান সেরারদের কাতারে জায়গা করে নিয়েছেন তিনি। তবে ফুটবলে ভিন্ন এক ক্যারিয়ারও গড়তে চান ভিনি। মাঠে খেলার পাশাপাশি ক্লাবের মালিক হতে চান এই তারকা।

রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ সময় পার করছেন ভিনিসিয়ুস। ক্লাবটি থেকে বছরে মোটা অঙ্কের অর্থ আয় করেন তিনি। তবে এই অর্থ অন্য ক্ষেত্রে কাজে লাগাতে চান এই তারকা। ক্লাবের মালিকানা কিনে বিকল্প আয়ের উৎস তৈরি করতে যাচ্ছেন তিনি। হয়ত ভবিষ্যতের পথরেখা ঠিক রাখতেই এমন উদ্যোগ নেওয়ার চিন্তা-ভাবনা করছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ইএসপিএন ব্রাজিলে এক প্রতিবেদনে জানিয়েছে, পর্তুগালের দ্বিতীয় সারির একটি ক্লাবের মালিকানা কিনতে আগ্রহ দেখিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। এছাড়া ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, দ্বিতীয় বিভাগের যেকোনো একটি ক্লাব কিনতে আগ্রহ দেখিয়েছেন ভিনিসিয়ুস। এক্ষেত্রে একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও তার পাশে আছে।

আরও পড়ুন:

» বাংলাদেশের ক্রিকেটে যেমন ছিল তামিম ইকবাল ‘অধ্যায়’

» ২০২৫ সালে ফুটবলে বাংলাদেশের যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি

পর্তুগালের দ্বিতীয় বিভাগে মোট ১৮টি দল খেলে থাকে। যেখানে বেনিফিকা ও পোর্তোর দ্বিতীয় সারির দলও রয়েছে। প্রতিবেদন বলছে, লেইক্সেস স্পোর্ত নামের একটি ক্লাব বিবেচনায় রয়েছে। যেটি বর্তমানে লিগ টেবিলের দশে অবস্থান করছে।

তবে পর্তুগিজ সংবাদমাধ্যম ‘রেকর্ড’–এর সূত্র ধরে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বস জানিয়েছে, ভিনিসিয়ুস যে ক্লাব কেনার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন সেই ক্লাবের নাম এফসি আলভেরকা। ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি পর্তুগালের রাজধানী লিসবনের আলভেরকা দো রিবাতেয়ো শহরে অবস্থিত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দর-কষাকষি চলছে। এমনকি ক্লাবটি কিনতে ভিনিসিয়ুস ১ কোটি ২ লাখ ৫০ হাজার ডলারের প্রস্তাব দিয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। এটি বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ১২২ কোটি ৫৫ লাখ টাকা।

আলভেরকা পর্তুগালের লিগা ২ তে পয়েন্ট তালকার ৮ নম্বরে অবস্থান করছে। ১৬ ম্যাচে ৬ জয়, ৬ ড্রয়ের বিপরীতে ৪টি ম্যাচে হেরেছে তারা।

সব ঠিকভাবে এগোলে মাত্র ২৪ বছর বয়সেই ফুটবল ক্লাবের মালিক হয়ে যাবেন ভিনিসিয়ুস। সম্প্রতি এই তালিকায় যোগ দিয়েছেন তার রিয়াল মাদ্রিদের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের দ্বিতীয় বিভাগের লিগের একটি ক্লাবের মালিক হয়েছেন এই ফরাসি তারকা। এছাড়া আরেক ফরাসি তারকা এনগোলো কান্তেও এই দলেই রয়েছেন। বেলজিয়ান লিগের তৃতীয় বিভাগের একটি ক্লাবের মালিক এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল