বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন ক্ষেত্রে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। সেই তালিকা থেকে বাদ পড়েনি পাঠ্যবইও। কিছু কিছু টপিক ছাঁটাই এবং কিছু কিছু টপিক অন্তর্ভুক্ত করে প্রকাশ করা হয়েছে নতুন বই। আর শিক্ষার্থীদের জন্য ছাপা নতুন পাঠ্যবইয়ে এসেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নাম। যা দেখে তিনি তো খুশি বটেই, তার চেয়ে বেশি খুশি তার পরিবার।
বাংলাদেশ নারী ক্রিকেটের অন্যতম বড় তারকা নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের পুরুষ ক্রিকেটে সাকিব-তামিমদের অবদান অনেক, একইভাবে নারী ক্রিকেটেও জ্যোতির অবদান অনেক বড়। আর এ কারণেই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ে যুক্ত করা হয়েছে তার নাম।
অবশ্য দেশের সরকারি একটি পাঠ্যবইয়ে নাম আসা যেকোনো ব্যক্তির জন্যই বেশ সম্মানের। তাই জ্যোতির ক্ষেত্রেও ভিন্ন নয়। পাঠ্যবইয়ে নাম আসায় বেশ উচ্ছ্বসিত তিনি। তবে এ নিয়ে তার পরিবার আরো বেশি খুশি বলে জানিয়েছেন জাতীয় দলের এই অধিনায়ক।
আরও পড়ুন:
» ফুটবল ক্লাবের মালিকানা কিনতে চান ভিনিসিয়ুস
» বাংলাদেশের ক্রিকেটে যেমন ছিল তামিম ইকবাল ‘অধ্যায়’
ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে আজ শনিবার (১১ জানুয়ারি) সংবাদ সম্মেলনের আসেন জ্যোতি। এ সময় নতুন বইয়ে নিজের নাম আসার অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আম্মুর কাছ থেকে আমি এ বিষয়ে জানতে পেরেছি। মা হয়ত কোথাও থেকে শুনেছে ব্যাপারটা। এটা অবশ্যই ভালো লাগার বিষয়। তবে এ নিয়ে আমার থেকে আমার পরিবার বেশি খুশি হয়েছে।’
নতুন পাঠ্যবইয়ে সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে জ্যোতির গল্প যুক্ত করা হয়েছে। তবে ক্রীড়াব্যক্তিত্ব থেকে বাদ দেওয়া হয়েছে দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের নাম। মূলত সাকিবের দেশের ক্রিকেটে অনেক অবদান থাকলেও সম্প্রতি রাজনীতিতে জড়িয়ে তার সম্মান হারিয়েছেন। স্বৈরাচার এবং গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে যুক্ত থাকার কারণেই তার নাম পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে।
এছাড়া ক্রীড়া ব্যক্তিত্বের টপিকে আরো পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশের কিংবদন্তী ফুটবলার ও সাবেক বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ছবি সরিয়ে দেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদের ছবি যুক্ত করা হয়েছে। এছাড়া ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছবি সরিয়ে বাংলাদেশের তারকা ফুটবলার জামাল ভূঁইয়ার ছবি দেওয়া হয়েছে। তবে ফুটবল কিংবদন্তী পেলে-ম্যারাডোনা এবং ক্রিকেট কিংবদন্তী ব্রায়ান লারাসহ অন্যদের ছবি আগের মতোই আছে।
উল্লেখ্য, সাদা বলের সিরিজ খেলতে আজ ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। সেখানে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন জ্যোতিরা।
ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৫/বিটি