বোলিং অ্যাকশন পরীক্ষায় দ্বিতীয় দফায়ও উতরাতে পারেননি সাকিব আল হাসান। বার্মিংহামের পর চেন্নাইতেও নিজের বোলিং অ্যাকশন ফেল করেছেন তিনি। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি। আজ শনিবার (১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাকিব আল হাসানের বোলিং নিষেধাজ্ঞা এখনও বহাল থাকছে। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হলে, সাকিবকে পুনরায় সফলভাবে বোলিং অ্যাকশন বৈধ করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদিও সাকিব বর্তমানে বোলিং করতে পারবেন না, তবে তিনি দেশের ও আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে ব্যাটার হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন।’
ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করার পর ভারতের চেন্নাইয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেন সাকিব। চেন্নাইতে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন তিনি। তবে সেখানে পাস করতে পারেননি এই তারকা। জানা যায়, দ্বিতীয়বার পরীক্ষায় সাকিবের কনুই অন্তত ২৫ ডিগ্রি কিংবা তার চেয়ে বেশি ভেঙেছে, যা আইসিসির নিয়ম অনুযায়ী অবৈধ। আইসিসির নিয়মে বলা আছে, একজন বোলার সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত তার কনুই বাঁকাতে পারবেন।
আরও পড়ুন:
» স্যার গারফিল্ড সোবার্স, কিংবদন্তির জীবনকথা
» তামিমের বিদায়ে তাওহীদ হৃদয়ের আবেগঘন বার্তা
এদিকে আগামীকালের আইসিসিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দল পাঠাতে হবে বিসিবিকে। তবে সাকিব ও তামিমকে নিয়ে অনিশ্চয়তা থাকার কারণেই এতদিন দল চূড়ান্ত করেনি বিসিবি। তবে তামিম গতকাল (১০ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তাকে দেখা যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
তবে এবার সাকিবকে নিয়েও বড় অনিশ্চয়তা রয়েছে। তার বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফলের জন্য এতদিন অপেক্ষা করেছে বিসিবি। তবে সাকিব যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হয়েছে, সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে শুধু ব্যাটার সাকিবের না থাকার সম্ভাবনাই বেশি।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টিতে সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব। তবে ম্যাচশেষে আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলায় বোলিং পরীক্ষা দিতে হয় তাকে। এরপর ইংল্যান্ডের লাফবারো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। আর সেখানে তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়। এর ফলে ঘরোয়া ক্রিকেট ব্যতীত সব ধরনের খেলার বোলিং থেকে নিষিদ্ধ হন এই তারকা। এবার চেন্নাইয়ে দ্বিতীয়বার ফেল করায় আন্তর্জাতিক ক্রিকেট বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।
ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৫/বিটি