Connect with us
ক্রিকেট

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল চূড়ান্ত, কারা থাকছেন?

Bangladesh's Champions Trophy squad finalized
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আগামী ফ্রেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পাকিস্তান ও আরব আমিরাতের মাটিতে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে টুর্নামেন্ট শুরু হতে একমাসেরও বেশি সময় হাতে থাকলেও আগেভাগেই প্রাথমিক দল পাঠাতে হবে আইসিসিতে। এই ১৫ সদস্যের দলের তালিকা জমা দেওয়ার জন্য ১২ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। তাই আগামীকালের মধ্যে আইসিসিতে প্রাথমিকভাবে দল পাঠাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল চূড়ান্ত করা হয়েছে। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়বেন তিনি। তবে সাকিব আল হাসানকে নিয়ে এতদিন অনিশ্চয়তা থাকলেও তার চূড়ান্ত দলে সুযোগ না পাওয়ার সম্ভাবনাই বেশি।

মূলত সাকিবের তার বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফলের জন্য এতদিন অপেক্ষা করেছে বিসিবি। তবে ইতোমধ্যে ফলাফল এসে গেছে এবং দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায়ও উতরাতে পারেননি তিনি। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হয়েছে এই বাঁহাতি স্পিনার। আর ব্যাটার হিসেবে সাকিবের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে চূড়ান্ত দলে না রাখার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

আরও পড়ুন:

» দ্বিতীয় পরীক্ষাতেও ফেল, বড় দুঃসংবাদ পেলেন সাকিব

» তামিমের বিদায়ে তাওহীদ হৃদয়ের আবেগঘন বার্তা

চ্যাম্পিয়ন্স ট্রফির টপ অর্ডারে থাকবেন দারুণ ছন্দে থাকা সৌম্য সরকার। এছাড়া তানজিদ হাসান তামিমকেও দেখা যাবে এই বৈশ্বিক আসরে। তবে লিটনকে নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বাজে সময় পার করছেন এই তারকা। এর ফলে চূড়ান্ত দল থেকে তার বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। গুঞ্জন রয়েছে, লিটনের পরিবর্তে স্কোয়াডে রাখা হবে মারকুটে ওপেনার পারভেজ হোসেন ইমনকে। এছাড়া টপ অর্ডারে থাকছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিডল অর্ডারে বরাবরের মতোই থাকছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদেরকে সঙ্গ দেবেন তাওহীদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ। আর ফিনিশিংয়ের ভূমিকায় জাকের আলীর জায়গা চূড়ান্ত। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে চার পেসার রাখা হতে পারে। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের জায়গা পাকা। বাকি দুই পেসার হিসেবে থাকবেন তানজিম হাসান সাকিব ও গতিতারকা নাহিদ রানা। এর ফলে হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম চূড়ান্ত দল থেকে বাদ পড়তে পারেন। এছাড়া স্পিনার হিসেবে অলরাউন্ডার মিরাজের পাশাপাশি রিশাদ হোসেনের জায়গা পাকা। এছাড়া নাসুম আহমেদেরও সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য দল-

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস/পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, নাসুম আহমেদ।

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট