চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। আগস্ট-সেপ্টেম্বরে মাঠে গড়াবে এই বৈশ্বিক টুর্নামেন্ট। যেখানে এখনও নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ নারী দল। খেলতে হতে পারে বাছাই পর্বের খেলা। অবশ্য সরাসরি বিশ্বকাপের টিকিট কাটার এখনও রয়েছে সুযোগ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে পারলেই সম্ভব হবে সরাসরি এবারের বিশ্বকাপ খেলা। আর সেই লক্ষ্যে আজ দেশ ছাড়বে নিগার সুলতানা জ্যোতিরা। এই সফরে থাকছে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিপাক্ষিক এই সিরিজ।
এদিকে আসন্ন ভারত বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ৬ দল। মূলত স্বাগতিক ভারতসহ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের সেরা ছয় দল পাবে এই সরাসরি টিকিট। চলমান চ্যাম্পিয়নশিপের চক্রে বাংলাদেশ বর্তমানে রয়েছে সপ্তম অবস্থানে। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শেষ মিশন।
আরও পড়ুন:
» বিপিএলের ম্যাচসহ আজকের খেলা (১২ জানুয়ারি ২৫)
» বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল চূড়ান্ত, কারা থাকছেন?
নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপে প্রতিটি দল খেলবে ২৪টি করে ম্যাচ। ইতোমধ্যে বাংলাদেশ খেলেছে নিজেদের ২১ ম্যাচ। যেখান থেকে টাইগ্রেসদের অর্জন ১৯ পয়েন্ট। এদিকে ২১ পয়েন্ট নিয়ে জ্যোতিদের এক ধাপ আগে রয়েছে নিউজিল্যান্ড। যারা এরই মধ্যে এই চক্রে খেলে ফেলেছে নিজেদের সকল ম্যাচ। তাই এই নিউজিল্যান্ডের মেয়েদের পেছনে ফেলতে পারলেই সম্ভব হবে সরাসরি বিশ্বকাপ খেলা।
তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে দুটি জিততে পারলে সরাসরি ভারত বিশ্বকাপে খেলার সুবর্ণ সুযোগ পাবে বাংলাদেশের মেয়েরা। দেশ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে সেই লক্ষ্যের কথাই জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আগামী ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের উইন্ডিজ সফর। এরপর ২২ এবং ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে পরবর্তী দুই ম্যাচ। এই সিরিজের শেষেই বলা যাবে, আসন্ন ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী দল সরাসরি খেলতে পারবে কিনা। ওয়ানডে সিরিজ শেষে ২৮, ৩০ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি এই তিন দিন খেলা হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।
ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৫/এফএএস