গতকাল থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল আসন্ন চ্যাম্পিয়ন ট্রফির দলে থাকছেন না লিটন কুমার দাস। আজ আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। যেখানে সত্য হয়েছে সেই গুঞ্জন। দীর্ঘদিন অফফর্মে থাকা সত্ত্বেও দলের আস্থায় থাকা লিটন এবার বাদ পড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে।
তবে ধারাবাহিক বাজে ফর্মে থাকা সত্ত্বেও গেল বেশ কিছুদিন দলের সঙ্গে দিব্যি ছিলেন তিনি। বিভিন্ন সময় বলা হচ্ছিল তার সামর্থের উপর আস্থা রাখতে চায় ক্রিকেট বোর্ড। তবে এবার যেন হাল ছেড়েছে বিসিবি। লিটনের পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিয়েছেন পারভেজ হোসেন ইমন।
লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে না রাখার কারণ জানিয়েছে বিসিবি। ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি জানিয়েছেন দীর্ঘ সময় লিটনের ওপর আস্থা রাখা হলেও সে রানে ফিরতে ব্যর্থ হওয়ায় আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টের দলে রাখা হয়নি তাকে।
আরও পড়ুন:
» মাত্র ৪২ মিনিট খেলেই প্রায় ৩০ কোটি টাকা আয় নেইমারের
» চমক দেখালো বিসিবি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন আউট, ইমন ইন
» চমক রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল নিউজিল্যান্ড
লিটন প্রসঙ্গে লিপু বলেন, ‘রানের তীব্র খরায় ভুগছে। আউটের ধরনগুলো একই রকম। ক্রিকেটের প্রত্যেকটা ফরমেটেই বিশেষ করে সাদা বলে পাওয়ারপ্লের সময়ে যে সুযোগটা নেওয়ার দরকার, সেখানে আপনি দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজের যেখানে আমরা তিনশোর কাছাকাছি রান করেছি। স্ট্রাইকরেট দেখেন যে ও ভালো করতে পারছে না। এতে প্রেসার চলে আসছে তার পার্টনারের উপর।’
লিটন কুমার দাসের ওপর আস্থার কথাও জানিয়েছেন লিপু ‘তারপরও আমরা তার উপর আস্থা রেখেছিলাম। সাদা বলের ক্রিকেটে তাকে আমরা অনেক ম্যাচ খেলিয়েছি। এর আগে শ্রীলঙ্কার সময় সিরিজে একটা সিরিজে তাকে শেষ ম্যাচে দলে রাখিনি। অনেক সময় একটা ক্রিকেটারকে আস্থার জায়গা থেকে সিলেক্ট হয়।’
এদিকে চলমান বিপিএলের শুরুর দিকেও খুব একটা ছন্দ ছিলেন না লিটন। সে সময় তার দল ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বলেছিলেন আস্থা রাখতে চান তার উপর। এমনকি রান না করলেও খেলাবেন লিটনকে। অবশ্য এক ম্যাচ পরেই তাকে বসিয়ে রেখেছিল ঢাকা। এবং পরের ম্যাচে ফিরেই দারুন এক ফিফটির ইনিংস খেলেন লিটন।
ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৫/এফএএস