Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

pakistan cricket team
পাকিস্তান ক্রিকেট দল। ছবি- ক্রিকইনফো

ক্রিকেট বোর্ডের সমালোচনা করে বেশ কিছু দিন জাতীয় দলের বাইরে ছিলেন ফখর জামান। এতে করে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যাবে না তাকে, এমনটাই ভেবেছিলেন অনেকে। যদিও ২০১৭ আসরের এই ফাইনাল সেরা ক্রিকেটারের অভিজ্ঞতায় আরও একবার আস্থা রাখতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে তাকে রেখেই ১৮ সদস্যের প্রাথমিক দল দিয়েছে পিসিবি।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে। এছাড়াও ভারতের ম্যাচগুলো খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই বৈশ্বিক টুর্নামেন্ট। তার আগে ১২ জানুয়ারির মধ্যে প্রত্যেকটি দলকে তাদের প্রাথমিক স্কোয়াড আইসিসির কাছে পাঠাতে হতে।

তবে প্রাথমিক দলে অতিরিক্ত ক্রিকেটার যোগ করেছে তারা। চূড়ান্ত দল ঘোষণার সময় তা নামিয়ে আনা হবে ১৫ সদস্যে। আর পাকিস্তানের এই দলের নেতৃত্বে আছেন মোহাম্মদ রিজওয়ান। এই দলে ফখর জামান বাদেও চমক হিসেবে থাকছেন ইমাম উল হক। তিনিও দীর্ঘদিন পর ফিরছেন জাতীয় দেল। অবশ্য অফফর্মে থাকার কারণেই দলের বাইরে রাখা হয়েছিল তাকে।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েন সাইম আইয়ুব। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে বেশ ভালো ফর্মে ছিলেন তিনি। জানা গিয়েছিল প্রায় ছয় সপ্তাহ তাকে থাকতে হতে পারে মাঠের বাইরে। এবার সাইম আইয়ুবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:

» বাস্তবতা মেনে নিয়ে ধারাবাহিক হওয়ার আশা লিটনের

» সিলেটে বিপিএলের শেষ দিনের ম্যাচসহ আজকের খেলা (১৩ জানুয়ারি ২৫)

» রিয়ালের জালে ৫ গোল দিয়ে সুপার কাপ শিরোপা জিতল বার্সেলোনা

তবে পাকিস্তানের পেস বোলিং ইউনিট বরাবরের মতোই শক্তিশালী। আছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফের মতো দুর্দান্ত ত্রয়ী আক্রমণ। এর বাইরে আরও রয়েছেন মোহাম্মদ হাসনাইন এবং আব্বাস আফ্রিদি। অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজমও আছেন দলে। পাশাপাশি রয়েছেন সুফিয়ান মুকিম, কামরান গুলাম ও ইরফান খান নিয়াজিরা।

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল:

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তৈয়ব তাহির, ফখর জামান, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, কামরান গুলাম, সালমান আলি আঘা, ইমাম উল হক ও হাসিব উল্লাহ।

ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট