গত বছর বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে এশিয়া কাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন সাথিরা জাকির জেসি। এরপর কিছুদিন আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও ছিলেন আম্পায়ার হিসেবে। এবার আইসিসি করতে বড় পেলেন বাংলাদেশের এই নারী আম্পায়ার। এশিয়া কাপের পর এবার সুযোগ পেয়েছেন বিশ্বকাপে।
আসন্ন অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন জেসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। যেখানে প্রকাশ করা হয়েছে আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করতে যাওয়া ২০ ম্যাচ কর্মকর্তার নাম। আর সেখানেই এই সুখবর পেলেন বাংলাদেশের এই প্রতিনিধি।
ম্যাচ কর্মকর্তাদের তালিকায় থাকা ১৬ জন দায়িত্ব পালন করবেন আম্পায়ার হিসেবে। বাকি চারজন থাকবেন ম্যাচ রেফারির দায়িত্বে। জেসি আছেন আম্পায়ার হিসেবেই। প্রকাশিত এই তালিকায় রয়েছেন বিভিন্ন দেশের অসংখ্য আম্পায়ার। সর্বোচ্চ দুজন করে আম্পায়ার থাকছেন নেদারল্যান্ডস, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ থেকে।
একজন করে আম্পায়ার আছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, কাতার, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, ওমান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ থেকে থাকছেন একজন করে ম্যাচ রেফারি।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা
» বাস্তবতা মেনে নিয়ে ধারাবাহিক হওয়ার আশা লিটনের
মেজর ইভেন্টে আগেও জেসি আম্পায়ারিং করেছেন জেসি। এমনকি ২০২৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে শ্রীলঙ্কা-ভারত ফাইনালে মাঠ আম্পায়ার হিসেবেই দায়িত্ব পালন করেছিলেন জেসি।
আগামী ১৮ জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। ১৬ জাতির এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২ ফেব্রুয়ারি। বিশ্বকাপে এবার ‘ডি’ গ্রুপে থাকছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড।
২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ কর্মকর্তাদের তালিকা:
আম্পায়ার: সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া), গায়ত্রী ভেনুগোপালান (ভারত), নারায়ণ জননী (ভারত), আয়দান সিভার (আয়ারল্যান্ড), নিতিন বাথি (নেদারল্যান্ডস), রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস), রাহুল আশার (ওমান), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), শিবানি মিশ্র (কাতার), কেরিন ক্লাস্তে (দক্ষিণ আফ্রিকা), দেদুনু সিলভা (শ্রীলঙ্কা), ফরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে), বিজয়া প্রকাশ মালেলা (যুক্তরাষ্ট্র), ক্যানডেস লা বোর্দে (ওয়েস্ট ইন্ডিজ), মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ)।
ম্যাচ রেফারি: ডেভিড গিলবার্ট (অস্ট্রেলিয়া), ডিন কস্কার (ইংল্যান্ড), রিওন কিং (ওয়েস্ট ইন্ডিজ), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)।
ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৫/এফএএস