Connect with us
ক্রিকেট

লিটন বাদ পড়ায় অবাক ক্যারিবিয়ান কিংবদন্তি অ্যামব্রোস

Caribbean legend Ambrose surprised by Liton's omission
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটনকে না দেখে অবাক অ্যামব্রোস। ছবি- সংগৃহীত

বর্তমান সময়ে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের একজন লিটন কুমার দাস। তবে ব্যাট হাতে ধারাবাহিকভাবে পারফর্ম করতে না পারায় ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে বাদ দিয়েই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটনের বাদ পড়া নিয়ে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটনকে না দেখে অবাক হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস।

চলমান বিপিএলে ধারাভাষ্য দিতে বাংলাদেশে অবস্থান করছেন অ্যামব্রোস। আজ (সোমবার) সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। এ সময় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান এই ক্যারিবিয়ান।

অ্যামব্রোস বলেন, ‘আমি জানি লিটন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পায়নি। সে দারুণ একটি ইনিংস খেলেছে। সে দারুণ ছন্দে আছে, বাংলাদেশের নির্বাচকরা তাকে জায়গা দিতে পারে কি না! সে একজন দুর্দান্ত খেলোয়াড়। তাকে দলে না দেখে আমি কিছুটা অবাক হয়েছি।’

আরও পড়ুন:

» বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে দেখছেন ইংলিশ তারকা

» নাহিদের পর পিএসএলে দল পেলেন আরো দুই বাংলাদেশি

লিটনের সাম্প্রতিক রানখরার কারণেই তাকে দলে নেওয়া হয়নি বলে মনে করেন অ্যামব্রোস। তবে বেশ ভালো এবং সামর্থ্য আছে এমন ক্রিকেটারদের দলে রাখার ক্ষেত্রে পরিসংখ্যান দেখার পক্ষে নন অ্যামব্রোস। তারা ছন্দে না থাকলেও দলে রাখা উচিত বলে মনে করেন এই সাবেক।

অ্যামব্রোস বলেন, ‘লিটন শুরুর দিকে রান পায়নি (বিপিএলে)। হয়ত এ কারণেই নির্বাচকরা তাকে দলে রাখেনি। সে ব্যাট হাতে কিছুটা ভুগেছে। নির্বাচকরা সবসময় পারফরম্যান্সে নজর রাখবেন এবং যারা অনেক ভালো খেলে, অন্যদের চেয়ে সামর্থ্য বেশি, তখন ফর্ম বিবেচনায় না এনে তাকে দলে নিতে চাইবেন অনেক সময়। তবে আমি তো আর নির্বাচক না। কিন্তু একজন সাবেক ক্রিকেটার হিসেবে সবসময় ক্রিকেটারদের ফর্ম ও পরিসংখ্যান দেখার বিপক্ষে আমি।’

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েই ব্যাট হাতে চমক দেখান লিটন। ঢাকা ক্যাপিটালসের হয়ে ৫৫ বলে ১২৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ওপেনার। যদিও ফরম্যাট ভিন্ন। তবে বিপিএল দিয়েই পুরোনো রূপে ফিরছেন তিনি। কয়েকটি ইনিংসে ব্যর্থ হলেও চলতি বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চার নাম্বারে লিটন। ৬ ইনিংসে ৪৮ গড় ও ১৬৪.৩৮ স্ট্রাইক রেটে ২৪০ রান করেছেন এই অভিজ্ঞ ওপেনার।

ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট