চলমান বিপিএলে আরো একটি পরীক্ষায় উতরে গেলো রংপুর রাইডার্স। খুলনা টাইগার্সের বিপক্ষে প্রায় হেরে যাওয়া ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছ নুরুল হাসান সোহানের দল। এতে করে চলতি বিপিএলে এখনো অপরাজিত রইল দলটি। ৭ ম্যাচে ৭ জয় নিয়ে বড় ব্যবধানে টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করেছে রংপুর।
সোমবার (১৩ জানুয়ারি) সিলেট পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। এ ম্যাচে মেহেদি হাসান মিরাজের খুলনাকে ৮ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের রংপুর।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলতে সক্ষম হয় খুলনা টাইগার্স।
আরও পড়ুন:
» ২০২৫ পিএসএলে নাহিদ-রিশাদ-লিটনদের দলে খেলবেন যারা
» বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে দেখছেন ইংলিশ তারকা
এদিন রানতাড়ায় নেমে দারুণ শুরু পায় খুলনা। উদ্বোধনী জুটি থেকে আসে ৩১ রান। এরপর দ্বিতীয় উইকেটে মেহেদি হাসান মিরাজ ও নাঈম শেখ ৪৩ বলে ৬১ রান যোগ করেন। মিরাজ ২৪ বলে ৩৯ রান করে ফিরে গেলে ভেঙে যায় এই জুটি। এরপর এরপর নাঈম ও আফিফ মিলে দ্রুতগতির এক জুটি গড়েন। তৃতীয় উইকেট জুটিতে ২২ বলে ৪৫ রান যোগ করেন তারা।
দলীয় ১৩৭ রানের মাথায় নাঈম ফিরে গেলে ভাঙে এই জুটি। সাজঘরে ফেরার আগে ৪১ বলে ৫৮ রান করেন এই ওপেনার। তবে আফিফ ১৫ বলে ২৯ রান করে ফিরে যাওয়ার পর ১৬৫ থেকে ১৭৭ রানের মধ্যে আরো ৫ উইকেট হারায় খুলনা। আর তাতেই জেতা ম্যাচে শেষ পর্যন্ত হার সঙ্গী হয় খুলনার।
রংপুরের হয়ে ৩টি উইকেট শিকার করেন আকিফ জাভেদ। এছাড়া ২টি করে উইকেট নেন শেখ মেহেদি ও মোহাম্মদ সাইফউদ্দিন।
এর আগে ব্যাটিংয়ে নেমে খুশদিল শাহর ৩৫ বলে ৭৩, ইফতেখার আহমেদের ৩৬ বলে ৪৩, তৌফিক খানের ৩০ বলে ৩৬ এবং অন্যান্য ব্যাটারদের ক্যামিওতে ১৮৬ রানের পুঁজি পায় রংপুর। খুলনার হয়ে ২টি করে উইকেট শিকার করেন আবু হায়দার রনি ও হাসান মাহমুদ।
এ নিয়ে এবারের বিপিএলে রংপুরের ৭ জয়। অন্যদিকে খুলনা৫ ম্যাচে ২ জয়ের বিপরীতে ৩ ম্যাচে হেরেছে।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ১৮৬/৫ (২০ ওভার)
খুলনা টাইগার্স: ১৭৮/৯ (২০ ওভার)
ফলাফল: রংপুর রাইডার্স ৮ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৫/বিটি