পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে বাংলাদেশ থেকে দল পেয়েছেন ৩ ক্রিকেটার। তাদের মধ্যে একজন হলেন নাহিদ রানা। এই এক্সপ্রেস পেসারকে দলে ভিড়িয়েছে বাবর আজমের ফ্রাঞ্চাইজি পেশোয়ার জালমি। আর পিএসএল খেলতে গিয়ে পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারের কাছে শিখতে চান নাহিদ।
শোয়েব আখতার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় পেসার। অনেক গতিতে বল করার কারণে তাকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসও বলা হয়। আর নাহিদ রানাও দ্রুতগতির বল করে চমক দেখিয়েছেন। মাত্র ২২ বছর বয়সের বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় পেসার বনে গেছেন তিনি। তাই তাকে কেউ কেউ চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস আবার কেউ কেউ বাংলাদেশ এক্সপ্রেস হিসেবে আখ্যা দিয়েছেন। আর শোয়েব আখতারের মতো একজন কিংবদন্তি এক্সপ্রেস পেসারের থেকে একজন উদীয়মান এক্সপ্রেস পেসারের অনেক কিছুই শেখার থাকে। আর সে আগ্রহের কথাই জানিয়েছেন নাহিদ।
প্রথমবারের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে দল পেয়ে বেশ উচ্ছ্বাসিত নাহিদ রানা। রংপুর রাইডার্সের পেজ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের অনুভূতি জানিয়ে নাহিদ বলেন, ‘সবার প্রথমে উপরওয়ালাকে ধন্যবাদ জানাতে চাই। আলহামদুলিল্লাহ প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ।’
আরও পড়ুন:
» পিএসএল ২০২৫ : প্লেয়ার্স ড্রাফট শেষে কে কোন দলে?
» বিপিএলে ঢাকা ও সিলেট পর্ব শেষে ব্যাটে-বলে সেরা যারা
পিএসএল খেলতে গিয়ে শোয়েবের সঙ্গে দেখা হতে পারে নাহিদের। আর তখন সুযোগ পেলে শোয়েবের পরামর্শ নিয়ে শিখতে চান এই তরুণ, ‘শোয়েব আখতার একজন কিংবদন্তি বোলার। একজন কিংবদন্তি বোলারের সঙ্গে দেখা হলে অনেক কিছুই শেখা যায়। যদি আমারও সুযোগ তাহলে শিখব।’
শোয়েব আখতারের করা সর্বোচ্চ গতির বলটি ছিল ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার। আর নাহিদের এখন পর্যন্ত করা সর্বোচ্চ গতির বলটি ছিল ঘণ্টায় ১৫২ কিলোমিটার। তবে ভবিষ্যতে শোয়েব আখতারকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নে নাহিদ বলেন, ‘না, এ ধরনের কোনো ইচ্ছে নেই। এটা এর আগেও বলেছি। আমি আমার নিজের মতোই কিছু করার চেষ্টা করব।’
চলমান বিপিএলে শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে পাড়ি জমাবে বাংলাদেশ ক্রিকেট দল। মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে এপ্রিল থেকে পাকিস্তানে শুরু হবে পিএসএলের নতুন আসর। সব ঠিক থাকলে আসন্ন পিএসএল দিয়ে প্রথমবারের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলবেন নাহিদ রানা।
ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৫/বিটি