Connect with us
ক্রিকেট

বিপিএলের মাঝপথে দলের শক্তি বাড়াল খুলনা

Dominic Sibley English cricketer
ডমিনিক পিটার সিবলি। ছবি- ক্রিকইনফো

কাগজে কলমে বিদেশি ক্রিকেটারের হিসেবে খুব বড় কোন চমক রাখতে পারেনি এবারের খুলনা টাইগার্স। মধ্যম মানের দল গড়েও টুর্নামেন্টের শুরুতে টানা দুই জয় তুলে নিয়ে উড়ন্ত বার্তা দেয় তারা। এরপর ধারাবাহিক ভাবে টানা তিন ম্যাচে পরাজয়ের স্বাদ পায় খুলনা। এমনকি নিজের সর্বশেষ ম্যাচে জেতা ম্যাচ রংপুরের কাছে তারা হেরে বসে ৮ রানের ব্যবধানে।

প্রথম ম্যাচ বাদ দিলে খুলনা টাইগার্সের ওপেনিং অর্ডার খুব একটা ভালো করতে পারছে না। টপ অর্ডার নিয়মিত ব্যর্থ হচ্ছে দলের প্রত্যাশা পূরণে। এতেই দলের শক্তিমত্তা বাড়ানোর দিকে নজর দিয়েছে খুলনা। আর তাই চট্টগ্রাম পর্ব শুরুর আগেই নিজেদের দলে যুক্ত করেছে ইংলিশ ক্রিকেটার ডমিনিক পিটার সিবলিকে। তবে সিবলিকে ঠিক কবে নাগাদ দলের সঙ্গে পাওয়া যাবে, তা এখনও জানায়নি খুলনা।

ডমিনিক পিটার সিবলি, নামটা হয়তো অনেকের কাছেই খুব পরিচিত নয়। তবে তিনি খেলেছেন ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে। ২০১৯ সালে অভিষেক হয় এই ডানহাতি ওপেনার ক্রিকেটারের। জাতীয় দলে খেলেছেন ২০২১ সাল পর্যন্ত। ওই সময়ে ২২ টেস্টে ১০৪২ রান করেন ডমিনিক পিটার সিবলি। তবে দেশটির ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত নাম তিনি।


আরও পড়ুন:

» প্রিমিয়ার লিগের জমজমাট ম্যাচসহ আজকের খেলা (১৫ জানুয়ারি ২৫)

» পিএসএলে কত টাকা পারিশ্রমিক পাবেন নাহিদ-রিশাদ-লিটনরা?


 

দেশটির কাউন্টি চ্যাম্পিয়নশিপের নিয়মিত খেলোয়াড় এই সিবলি। ১৪২ প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি। কাউন্টিতে নিজের সর্বশেষ ম্যাচে সেপ্টেম্বরে খেলেছেন ১২৫ রানের দারুণ এক ইনিংস। এছাড়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টের হয়ে ২০২৪ আসরে ১৩৩ স্ট্রাইকরেট নিয়ে সিবলি করেন ১১ ম্যাচে ২৬৯ রান।

বিপিএলের ঢাকায় প্রথম পর্বে খেলা দুই ম্যাচে জয় তুলে নিয়েছিল খুলনা। চিটাগং কিংস ও স্বাগতিক ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছিল তারা। তবে এরপর সিলেট পর্বে গিয়ে খেই হারায় খুলনা। টানা তিন ম্যাচে পরাজিত হয় তারা। হেরেছে দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের কাছে। পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে খুলনা।

এদিকে সাত ম্যাচে প্রতিটিতে জয় তুলে নিয়ে ১৪ পয়েন্টে আসরের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। সমান ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল। খুলনার সমান ৪ পয়েন্ট রয়েছে সিলেট স্ট্রাইকার্সের ও দুর্বার রাজশাহী। এছাড়া মাত্র এক ম্যাচ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে ঢাকা ক্যাপিটালস। আগামীকাল ১৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলে চট্টগ্রাম পর্বের খেলা।

ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট