নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার ফুটবলে সবথেকে বড় খবর হয়ে এসেছিলেন হামজা দেওয়ান চৌধুরী। শুধু এদেশেই নয়, গোটা উপমহাদেশে হামজার মতো এত বড় মাপের ফুটবলার বর্তমানে আর দ্বিতীয়টি নেই। এরই মধ্যে বাংলাদেশের হয়ে খেলার সকল ধরনের ছাড়পত্র পেয়ে গেছেন তিনি। এখন শুধু অপেক্ষা লাল সবুজের জার্সিতে মাঠে নামার।
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে হামজা চৌধুরীর। এর আগে বিদেশের মাটিতে অনুশীলন করতে চায় বাংলাদেশ। সৌদি আরব ও কাতারের কাছে আবেদন করা হয়েছে অনুশীলন ক্যাম্প করার জন্য। এরই মধ্যে সৌদি আরব থেকে ১০ দিনের ক্যাম্প করার সম্মতি পেয়েছে বাফুফে। যদিও এই সময় আরও কিছুটা বাড়াতে দেন দরবার চালাচ্ছে ফুটবল ফেডারেশন।
এদিকে প্রশ্ন উঠেছে ভারতের বিপক্ষে ম্যাচের কত দিন আগে অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন হামজা চৌধুরী? সাধারণত ক্লাব আপত্তি জানালে ম্যাচ শুরুর ৭২ ঘন্টার আগে ফুটবলার পাবে না জাতীয় দল। তবে হামজার বর্তমান ক্লাব লেস্টার সিটির সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাফুফে কর্মকর্তারা। সুযোগ রয়েছে আগেভাগেই তাকে দলে পাওয়ার।
মার্চ উইন্ডোর আগে লেস্টার সিটির হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে আগামী ১৫ মার্চ হয়েছে হামজা চৌধুরীর শেষ ম্যাচ। এরপর তার ক্লাব এবং তিনি নিজে চাইলে দ্রুতই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে পারেন এই তারকা মিডফিল্ডার। বাফুফে আশা করছে ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর অন্তত সপ্তাহখানেক আগেই জাতীয় দলের অনুশীলনে পাওয়া যাবে হামজা চৌধুরীকে।
আরও পড়ুন:
» বিপিএল ২০২৫ : একনজরে চট্টগ্রাম পর্বের ম্যাচসূচি
» বিপিএলের মাঝপথে দলের শক্তি বাড়াল খুলনা
বাফুফের সহ-সভাপতী ফাহাদ করিম বলেন, ‘ আমরা তো অবশ্যই চাইবো (হামজেকে দ্রুত দলে পেতে)। আমি শুধু এতটুকু বলতে পারি যে, তার ক্লাব এবং এজেন্ট যারা আছেন তাদের সঙ্গে আমাদের জিএস স্যারের দপ্তরের নিয়মিত যোগাযোগ আছে। আলটিমেটলি সিদ্ধান্ত তাদের ক্লাব দেবে। তবে আমরা আমাদের তরফ থেকে ইচ্ছাটা জানিয়েছি।’
এদিকে বিভিন্ন গণমাধ্যমের গুঞ্জন অনুযায়ী লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে ধারে খেলতে যাবেন বাংলাদেশী এই ফুটবলার। মূলত বর্তমান সময়ে টিম কম্বিনেশনের জন্য বেশিরভাগ সময় সাইড বেঞ্চে বসে কাটাতে হয় তাকে। এর আগে ২০১৫-১৬ মৌসুম থেকে লেস্টার সিটির সঙ্গে রয়েছেন হামজা। তাকে বসিয়ে না রেখে ধারে শেফিল্ডে খেলাতে চায় লেস্টার সিটি। তবে বিষয়টি এখনও নিশ্চিত করে নিয়ে তার দল।
তবে বাংলাদেশের এখন মূল লক্ষ্য এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন। হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশ-ভারত ম্যাচের দিকে বাড়তি নজর থাকবে গোটা এশিয়ান ফুটবলের। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলারকে কেন্দ্র করেই নিজেদের পরিকল্পনা সাজাতে চাইবে বাংলাদেশ। আর জানা গেছে এরই মধ্যে হামজাকে মোকাবেলা করতে প্রস্তুতি শুরু করেছে ভারত।
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৫/এফএএস