ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির জন্য। গেল রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে সিটিকে। এর আগে লিগের ছয় ম্যাচে সমান দুটি করে জয়, পরাজয় এবং ড্র নিয়ে বেশ অস্বস্তিতেই ছিল তারা। তবে এরই মাঝে দলের শক্তি বাড়াতে ব্রাজিলের তরুণ ফুটবলার দলে ভিড়িয়েছে ম্যানসিটি।
মাত্র ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টারব্যাক ভিতর রেইস খেলছিলেন পালমেইরাসের হয়ে। বল দখলের লড়াই থেকে দুর্দান্ত পাসিং আর নেতৃত্বগুণের কারণে এই বয়সেই নজর কেড়েছেন তিনি। গতবছরের জুনে সুযোগ পেয়েছিলেন পালমেইরাসের মূল দলে। ক্লাবের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত সেরে রেখেছিলেন যুক্তি। তবে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই ইউরোপিয়ান ফুটবলে নাম লেখালেন এই ব্রাজিলিয়ান।
এক বিবৃতিতে বিবিসি স্পোর্টস জানায়, কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা শেষে রেইসকে ছাড়তে রাজি হয়েছে পালমেইরাস। এই ব্রাজিলিয়ানকে পেতে উন্মুখ ছিল স্প্যানিশ জায়ান্টস রিয়াল মাদ্রিদও। তবে দেন দরবার শেষে এগিয়ে যায় সিটি। রেইসকে পেতে তাদের গুনতে হচ্ছে ৪ কোটি ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯৮ কোটি ৩৬ লাখ টাকা।
আরও পড়ুন:
» ভারত ম্যাচের কতদিন আগে হামজাকে পাচ্ছে বাংলাদেশ?
» বিপিএল ২০২৫ : একনজরে চট্টগ্রাম পর্বের ম্যাচসূচি
জানা গেছে স্বাস্থ্য পরীক্ষা শেষে খুব দ্রুতই রেইসকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে সিটি। আগামী রবিবারের আগেই তিনি পেপ গার্দিওলার দলে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে। ব্রাজিলিয়ান এই তরুণ ফুটবলারকে দলে ভিড়িয়ে ভাগ্য বদলাতে চাইবে ম্যানচেস্টার সিটি।
ব্রাজিলের সাও পাওলোতে ২০০৬ সালের ১২ জানুয়ারি জন্ম রেইসের। জাতীয় দলের হয়ে এখনও ডাক পাননি তিনি। তবে অনূর্ধ্ব–১৬ ও অনূর্ধ্ব–১৭ দলের হয়ে ১৬ ম্যাচ খেলেই নজর কেড়েছেন। পালমেইরাসের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলেছেন রেইস, যার মধ্যে ১৮টিতেই ছিলেন শুরুর একাদশে। ব্রাজিলিয়ান রবিনহোর আর-১০ একাডেমিতে ফুটবলে হাতেখড়ি হয় রেইসের।
এরপর ২০১৬ সালে পালমেইরাসের একাডেমিতে যোগ দেন রেইস। পরবর্তীতে গতবছর সুযোগ পান ক্লাবের মূল দলে। যেখানে তিনি পরিচিতি লাভ ‘নতুন মারকিনিওস’ হিসেবে। তবে ভবিষ্যতের সম্ভাবনাময় এই তরুণ ফুটবলারকে শুরুতে ছাড়তে রাজি ছিল না পালমেইরাস। তবে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে সম্মত হয়েছে দলটি।
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৫/এফএএস