Connect with us
ক্রিকেট

বিপিএল ছাড়লেন কর্নওয়াল, সিলেটের জন্য দুঃসংবাদ

Rahkeem Cornwall in Sylhet strikers
রাকিম কর্নওয়াল। ছবি- সিলেট স্ট্রাইকার্স

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ– বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত সিলেট স্ট্রাইকার্সের হয়ে তিন ম্যাচ খেলেছিলেন রাকিম কর্নওয়াল। এই ক্যারিবীয় ক্রিকেটার ছিলেন দর্শকদের আকর্ষণে। ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও বল হাতে ছিলেন উজ্জল। তবে টুর্নামেন্টের মাঝ পথে আচমকা চলে যেতে হচ্ছে এই তারকা ক্রিকেটারকে।

মূলত চোটের কারণে বিপিএল শেষ না করেই চলে যেতে হচ্ছে কর্নওয়ালকে। ফলে টুর্নামেন্টের বাকি অংশে আর খেলা হবে না তার। আগামীকাল থেকে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা। তার আগে গতকাল রাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স।

যেখানে রাকিম কর্নওয়ালের এক ভিডিও প্রকাশ করে তার ক্যাপশনে সিলেট লিখেছে, ‘ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ। চোটের কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাকিম কর্নওয়াল। মাঠে ও মাঠের বাইরের অবিস্মরণীয় মুহুর্তগুলোর জন্য ধন্যবাদ রাকিম। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করছি দ্রুতই মাঠে ফিরবে। বিদায়, বাংলাদেশ তোমাকে মিস করবে।’


আরও পড়ুন:

» ব্রাজিলিয়ান তরুণকে বড় অঙ্কে দলে নিল ম্যানচেস্টার সিটি

» ভারত ম্যাচের কতদিন আগে হামজাকে পাচ্ছে বাংলাদেশ?


এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের দলে সময় মত যোগ দিলেও শুরুর দিকে দুই ম্যাচ খেলতে পারেননি দলটির এই তারকা ক্রিকেটার। মূলত ফ্লু আক্রান্ত থাকার কারণে প্রথম ম্যাচে খেলা হয়নি তার। দ্বিতীয় ম্যাচেও একাদশে ছিলেন না তিনি। এরপর সুযোগ পেয়ে সিলেটের হয়ে খেলেছেন তিন ম্যাচ। যেখানে ব্যাট হাতে খুব একটা জ্বলে উঠতে পারেননি কর্নওয়াল। 

তবে বল হাতে শিকার করেছেন প্রতিপক্ষের ৪ উইকেট। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয়ের ম্যাচে তুলে নিয়েছেন তাদের গুরুত্বপূর্ণ টপ অর্ডারের প্রথম ৩ উইকেট। এদিকে সিলেট স্ট্রাইকার্সের দলে এবার ছিল না খুব বড় বিদেশি ক্রিকেটারের নাম। যদিও পল স্টার্লিং, জর্জ মানসি, রিস টপলিরা আছেন, তবে কর্নওয়াল না থাকায় বড় দুশ্চিন্তায় পড়তে হবে সিলেটকে।

বিপিএলের শুরুতে এবার ঢাকা পর্বে বেশ আলোচনায় এসেছিল রাকিম কর্নওয়ালের ৬ কেজি ওজনের ব্যাট। যা তৈরি করেছিল মিরাজ-ইমরুলদের ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টস। যেই ব্যাট নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন অনেকেই। সিলেট স্ট্রাইকার্সের অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশি কোটার ক্রিকেটার ছিলেন এই কর্নওয়াল। তবে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে এসে তাকে পাবে না দল।

টুর্নামেন্টে এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের ঘরের মাঠে খেলা পাঁচ ম্যাচে পেয়েছে এই দুই জয়। আগামীকাল থেকে বিপিএলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বন্দর নগরীতে সিলেট খেলবে নিজেদের তিন ম্যাচ। এরপর ঢাকা পর্বের খেলায় তারা পুনরায় ফিরবে মিরপুরে।

ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট