বিশ্বকাপের মূল ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রস্তুতিটা দারুণ হয়েছে। বিশ্বকাপের দুটো প্রস্তুতি ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে এবং দ্বিতীয় ম্যাচে এসে ইংল্যান্ডের মেয়েদের হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।
বুধবার (১৫ জানুয়ারি) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। নাটকীয় এই ম্যাচে সুপার ওভারে ইংলিশদের ২ রানে হারিয়েছে বাংলাদেশ।
কুয়ালালামপুরের সেলাঙ্গর টার্ফ ক্লাবে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে খেলতে নেমে ইনিংসের শেষ বলে উইকেট হারিয়ে ১১৩ তুলে গুটিয়ে যায় বাংলাদেশ। স্কোর সমান হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১১ রান তুলে নেয় বাংলাদেশ। জবাবে ইংল্যান্ড ১ উইকেট হারিয়ে ৯ রান তুলে নিতে সক্ষম হয়।
আরও পড়ুন:
» বিপিএল ছাড়লেন কর্নওয়াল, সিলেটের জন্য দুঃসংবাদ
» বিপিএল ২০২৫ : একনজরে চট্টগ্রাম পর্বের ম্যাচসূচি
এদিন রানতাড়ায় নেমে শুরুতেই মোসাম্মত ইভাকে হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই ফিরে যান এই ওপেনার। এরপর তিনে নামা সুমাইয়া আক্তার সুবর্ণা ফিরে যান ৭ রান করে। আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া অনেকক্ষণ মাঠে থেকে রান তুলতে পারেননি। ৩১ বল খেলে মাত্র ১৩ রান করে সাজঘরে ফেরেন।
তবে মিডলে ফেরদৌসীর ২০, সাদিয়া ইসলামের ১৬ এবং সাদিয়া আক্তারের ২০ রানে ভর করে জয়ের লক্ষ্যে এগোতে থাকে বাংলাদেশ। ইনিংসের শেষ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ১ রান এবং হাতে ছিল ১ উইকেট। তবে শেষ বলে রানআউট হয়ে যান নিশিতা আক্তার। এরপর ম্যাচ সুপার ওভারে গড়ায়।
সুপার ওভারে ইভার ১ ছক্কার মারে ৩ বলে ৮ এবং ছোঁয়ার ৩ রানে ভর করে ১১ রানের পুঁজি পায় বাংলাদেশ। এই রান ডিফেন্ড করতে নেমে ইংলিশ ব্যাটারদের ৯ রানেই রুখে দেন হাবিবা ইসলাম পিংকি।
এর আগে ব্যাটিংয়ে নেমে প্রিশা থানাওয়ালার ২৮, টিলি কর্টিনের ২৩ অমু সুরেনকুমারের ১৬, পেরিনের ১৫ এবং অন্যান্য ব্যাটারদের ক্যামিওতে ১১৩ রানের পুঁজি পায় ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে আনিশা আক্তার শোভা ৩টি, ফাহমিদা ২টি এবং ফারিয়া ও হাবিবা ১টি করে উইকেট নেন।
আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী দিনেই বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ নারী: ১১৩/৯ (২০ ওভার)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী: ১১৩/১০ (২০ ওভার)
সুপার ওভার–
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী: ১১/০ (১ ওভার)
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ নারী: ৯/১ (১ ওভার)
ফলাফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ২ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৫/বিটি