Connect with us
ক্রিকেট

পাকিস্তান সফরে যাবেন রোহিত শর্মা!

Rohit Sharma is going to tour Pakistan!
পাকিস্তানে যাবেন রোহিত শর্মা। ছবি- সংগৃহীত

প্রায় তিন দশক পর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো আইসিসি টুর্নামেন্ট। তবে টুর্নামেন্ট শুরুর কয়েকমাস আগেই দেখা গিয়েছিল বড় বিপত্তি। পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় ভারত। এ নিয়ে নানা নাটকীয়তার পর হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। যেখানে ভারতের জন্য বিকল্প ভেন্যু হিসেবে থাকছে সংযুক্ত আরব আমিরাত। ফলে পাকিস্তানের মাটিতে পাড়ি জমাতে হবে না ভারতীয় ক্রিকেট দলকে।

তবে ভারতীয় দল না গেলেও পাকিস্তান সফরে যাবেন দলের অধিনায়ক রোহিত শর্মা। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতের বেসরকারি নিউজ এজেন্সি ‘আইএএনএস’।

তবে এ নিয়ে ক্রিকেটভক্তদের মাঝে কৌতূহল জেগেছে। ভারতীয় দল পাকিস্তানের মাটিতে খেলতে না চাওয়াতেই হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে রোহিত কেন পাকিস্তানে যাবে সেটা নিয়ে কৌতুহলী প্রশ্ন জেগেছে ভক্তদের মনে।

জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই পাকিস্তান সফরে যাবেন রোহিত শর্মা। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোও এমনটাই জানিয়েছে।

আরও পড়ুন:

» সৌম্যকে নিয়ে সুখবর দিল রংপুর রাইডার্স

» সুপার ওভার রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

দীর্ঘদিন পর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টুর্নামেন্ট। সে উপলক্ষে এক জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর এই অনুষ্ঠানে থাকবেন ৮ দলের ৮ অধিনায়ক। আর এ কারণেই পাকিস্তান সফর করবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

এক প্রতিবেদনে ‘আইএএনএস’ জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে যাবেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। পিসিবি ২৯ বছর পর পাকিস্তানে আইসিসির মেগা ইভেন্টের আয়োজনকে স্মরণী করে রাখতে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। আর এই অনুষ্ঠানে যোগ দিতেই পাকিস্তানে যাবেন রোহিত।

পাকিস্তানের মাটিতে সবশেষ আইসিসি ইভেন্ট বসেছিল ১৯৯৬ সালে। ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল তারা। যার ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে। যেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল শ্রীলঙ্কা।

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা উঠবে। তবে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালও সেখানে অনুষ্ঠিত হবে।  এমনকি ভারত ফাইনালে উঠতে পারলে শিরোপা নির্ধারণী ম্যাচটিও পাকিস্তানের পরিবর্তে দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট