তামিম ইকবালকে আইডল মানেন দেশের অসংখ্য তরুণ ক্রিকেটার। তার ডাউন দ্য উইকেটে গিয়ে খেলা শট কার না পছন্দ! এছাড়া আরো বিভিন্ন ধরনের দৃষ্টিনন্দন শট খেলে থাকেন তামিম। আর যেসব ব্যাট দিয়ে তিনি এমন শট খেলেন, সেই ব্যাটেরও ভক্ত অনেকে।
বাংলাদেশের সর্বোচ্চ দামি ব্যাট দিয়ে খেলেন তামিম ইকবাল। তার সিএ কোম্পানির ব্যাটগুলো একেকটা প্রায় দেড় লাখ টাকা। তাই জাতীয় দল থেকে শুরু করে দেশের অধিকাংশ ক্রিকেটারদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে তার ব্যাট। বিপিএল কিংবা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে যখনই তামিমের সঙ্গে অন্যান্য দলের খেলোয়াড়রা দেখা করেন, তখনই ব্যাট নিয়ে আলোচনা থাকেই। যা দেখা গেছে এবারের বিপিএলেও।
সিলেট পর্ব শেষে চট্টগ্রামে পাড়ি জমিয়েছে দলগুলো। আগামীকাল থেকে শুরু হচ্ছে বন্দর নগরীর পর্ব। দিনের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। এর আগে আজ সাগরিকায় অনুশীলনে নেমেছে দলগুলো।
অনুশীলনের এক পর্যায়ে আলাপচারিতায় দেখা যায় ঢাকা ও বরিশালের ক্রিকেটারদের। যেখানে ছিলেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। সেখানে তামিম ইকবালের ব্যাট নিয়ে নাড়াচাড়া করছিলেন তারা।
আরও পড়ুন:
» সুপার ওভার রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
» পাকিস্তান সফরে যাবেন রোহিত শর্মা!
তবে তারা চলে যাওয়ার পর তামিমের সঙ্গে ব্যাট নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন তানজিদ। তার ব্যাটগুলো নেড়েচেড়ে দেখেন এবং লম্বা সময় ধরে আলোচনা করেন। সেখান কি কথা হয়েছিল গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেটা জানিয়েছেন তানজিদ।
মূলত তানজিদও খেলেন সিএ ব্যাট দিয়ে। তবে তামিমের মতো স্পেশাল ব্যাট পাঠানো হয় না তাকে। আর সেটা জানিয়েই তামিমের কাছে ভালো মানের ব্যাটের আবদার করেছেন তানজিদ।
এই ওপেনার বলেন, ‘তামিম ভাইয়ের ব্যাটগুলো দিয়ে খেলতে বেশ কমফোর্টেবল লাগে। তিনিই সিএ থেকে সেরা ব্যাটগুলো পান। উনার ব্যাটগুলো নিয়েই কথা হচ্ছিল, যদি ভাই আমাকে এরকম ব্যাট দেওয়া যায়। আপনি বললে হয়ত ওরা আমাকে এই ব্যাট পাঠাবে। এসব বিষয়েই কথাই হচ্ছিল। তামিম ভাইও বলেছেন, উনি জানিয়ে দেবেন।’
বিপিএলের ২১তম ম্যাচে আগামীকাল তানজিদ-লিটনদের ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে তামিমের ফরচুন বরিশাল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৫/বিটি