Connect with us
অন্যান্য

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে খো খো বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশ

Bangladesh beats South Korea to reach last eight of Kho Kho World Cup
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে খো খো বিশ্বকাপের কোয়ার্টারে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

ভারতের নয়া দিল্লিতে বসেছে খো খো বিশ্বকাপের প্রথম আসর। সারা বিশ্বের ২০টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। যেখানে অংশ নিয়েছে বাংলাদেশও। আর প্রথম আসরেই বড় চমক দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা উপহার দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।

আজ বুধবার (১৫ জানুয়ারি) দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ১০৯ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশের ছেলেরা।

এই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ছিল ১১৯ যেখানে দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ছিল কেবল ১০। এ নিয়ে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ছেলেদের খো খো বিশ্বকাপে ৪ গ্রুপে ভাগ হয়ে মোট ২০ টি দল অংশ নিয়েছে। যেখানে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া ও পোল্যান্ড।

আরও পড়ুন:

» তামিমের কাছে ভালো মানের ব্যাট চাইলেন জুনিয়র তামিম

» সুপার ওভার রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

চলমান এই টুর্নামেন্টে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি গ্রুপের অন্যান্য দলগুলো। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩২ পয়েন্ট (৫৬-২৪) ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫৭ পয়েন্টের (৮৩-২৬) বড় ব্যবধানে জয় পায় তারা। সবশেষ দক্ষিণ কোরিয়াকে হেসেখেলে ১০৯ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের ছেলেরা।

Kho Kho World Cup 2025_Bangladesh Men's Team

খো খো বিশ্বকাপে বাংলাদেশ পুরুষ দল। ছবি- সংগৃহীত

টানা তিন জয়ে ‘সি’ গ্রুপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জয় পেলেই অপরাজিত থেকে শেষ আট নিশ্চিত হবে লাল-সবুজের প্রতিনিধিদের। আগামীকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পোল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এদিকে খো খো বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশের মেয়েরাও। তারাও খেলছে ‘সি’ গ্রুপ থেকে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও জার্মানি। ছেলেদের পাশাপাশি মেয়েরাও চমক দেখিয়েছে। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি তারা।

Kho Kho World Cup 2025_Bangladesh Women's Team

খো খো বিশ্বকাপে বাংলাদেশ নারী দল। ছবি- সংগৃহীত

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬৫ পয়েন্টের (৭৯-১৪) বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আজ (১৫ জানুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে ৮৭ পয়েন্টের (১০৫-১৮) বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। টানা দুই জয় নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে তারা। বাংলাদেশের মেয়েদের চেয়ে এক জয় বেশি নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে নেপাল।

আগামীকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে ভুটানকেও মোকাবিলা করবে তারা।

ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য