বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরুর আগেই বড় খবর হয়ে এসেছিল দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়ার বিষয়টা। তার চেয়ে চাঞ্চল্যকর খবর, এর প্রতিবাদে দলের অনুশীলন বয়কট করেছে সকল ক্রিকেটার। তবে এমন খবর মানতে নারাজ রাজশাহীর অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ।
মূলত চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে গতকাল (বুধবার) এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। গণমাধ্যমকেও এমনটাই জানিয়ে রাখা হয়েছিল। তবে অবশেষে বাতিল করা হয় সেই অনুশীলন। রাজশাহীর এক ক্রিকেটারের সূত্রে গণমাধ্যম গুলো জানায় প্রতিবাদ সরূপ অনুশীলন বয়কটের কথা।
জানা যায় টুর্নামেন্টের মাঝপথে চলে এলেও এখন পর্যন্ত এক টাকাও পারিশ্রমিক পাননি ফ্র্যাঞ্চাইজিটির দেশি-বিদেশি কোন ক্রিকেটার। অবশ্য গতকাল এমন খবর ছড়ানোর পর জায়েদ আহমেদ জানিয়েছেন আজকের মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন পারিশ্রমিক দিতে বিলম্ব হওয়ার কারণ।
গতকাল সন্ধ্যায় গণমাধমের মুখোমুখি হয়ে জায়েদ আহমেদ বলেন, ‘অনুশীলন বয়কট যে শব্দটা ব্যবহার করা হচ্ছে আমি যতটুকু জানি এবং আমার টিম ম্যানেজমেন্ট বা খেলোয়াড় কারো পক্ষ থেকে বয়কট শব্দটি বলা হয়নি। আমাদের ম্যাচ আছে, আমরা ব্যস্ত সূচির মধ্য দিয়ে যাচ্ছি, আর একারণেই ক্রিকেটাররা বিশ্রাম চেয়েছিল।’
ক্রিকেটারদের পারিশ্রমিক বাবদ চেক প্রদান করা হলেও ব্যাংকে তা বাউন্স হয়। এই প্রসঙ্গে জায়েদ বলেন, ‘চেক বাউন্সের যে ইস্যুটা ছিল, আমরা চেক দিয়েছিলাম সিলেটে। আপনারা জানবেন যে ঢাকাতে আমাদের শেষ ম্যাচে মালিকের স্ত্রীর গায়ে একটা বল লেগেছিল এবং হাড়ে চিড় ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে ব্যাংকক নিয়ে যাওয়া লাগে।’
আরও পড়ুন:
» চট্টগ্রামে বিপিএলের ম্যাচসহ আজকের খেলা (১৬ জানুয়ারি ২৫)
» দক্ষিণ কোরিয়াকে হারিয়ে খো খো বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশ
তিনি উল্লেখ করেন বিদেশ থেকে ব্যাংক ক্লিয়ারেন্সে কিছুটা জটিলতা থাকায় এই বিলম্ব ঘটেছে, ‘ফোনে যেহেতু ব্যাংক ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে। তাই আমরা আগেরদিনই জানিয়ে দিয়েছিলাম, তোমরা আপাতত চেকগুলো ব্যাংকে জমা দিও না। এটা প্রায় সব ক্রিকেটারকে জানানো হয়েছিল। তবে এরমধ্যেই হয়ত দুয়েকজন জমা দিয়ে ফেলেছিল।’
‘পরে বলেছে ভাইয়া তথ্যটা আমাদের কাছে ছিল না, আমরা মিস করে গেছি। অসুবিধা নেই ভাইয়া, এটা যখন আসবে তখন আমরা ম্যানেজ করে নিব। এতটুুকুই ছিল ব্যাপার, কিন্তু সবার কাছে চেক দেয়া আছে ২৫ শতাংশের। আর বিদেশি যারা ক্রিকেটার বা কোচিং স্টাফ আছে তাদের ইতোমধ্যে ২৫ শতাংশ দিয়ে ফেলেছি।’-যোগ করেন তিনি।
আজকের মধ্যে বাকিদের পারিশ্রমিক বুঝিয়ে দেয়ার কথা জানিয়ে জায়েদ বলেন, ‘আমরা তাদের বিশ্রাম দিয়েছি। পেমেন্টের কোন ইস্যু ছিল না। পেমেন্টের ব্যাপারে ইতোমধ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল (আজ) ১৬ তারিখ বিকেল বা দুপুরের পর পর আমরা পেমেন্টগুলো দিয়ে দেব। সে অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট কাজ করছি এবং প্রতিটা ক্রিকেটারই জানে।’
চলমান টুর্নামেন্টে কাগজে কলমে খুব শক্তিশালী দল গড়া হয়নি, দীর্ঘদিন পর টুর্নামেন্টে অংশ নেয়া দল দুর্বার রাজশাহীর। বিদেশি ক্রিকেটারেও ছিল না বড় কোন নাম। এখন পর্যন্ত বিপিএলে ৬ ম্যাচ খেলেছে তারা। যার মধ্যে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজশাহী।
ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৫/এফএএস