জাতীয় দলে ফেরার নানা প্রত্যাশা জাগিয়েও শেষ পর্যন্ত আর ফেরা হচ্ছে না তামিম ইকবালের। কদিন আগেই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তবে জাতীয় দলকে বিদায় জানানোর পর দেশের ক্রিকেট বোর্ডে তামিমের যোগ দেওয়া নিয়ে বেশ গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে এখনই কিছু খোলাসা করে বলতে চান না বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
ক্রিকেট থেকে অবসরের পর ধারাভাষ্যকার হতে চান তামিম। বিভিন্ন সময়ে এমনটাই জানিয়েছেন এই তারকা। তবে অনেকে তাকে ক্রিকেট বোর্ডেও দেখছেন। আর এ কারণেই বারবার আলোচনায় উঠে আসছে এই বিষয়টি। তবে এ নিয়ে আগে কখনো মুখ খুলেননি তামিম। তবে জাতীয় দল থেকে অবসরের পর গুঞ্জন আরো জোরালো হয়। তবে এবারও বিষয়টি অনেকটা এড়িয়ে গেছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।
আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকাকে ৮ উইকেট হারিয়ে আসরের চতুর্থ জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আসেন বরিশালের কাপ্তান তামিম ইকবাল।
এ সময় বিসিবিতে আসা প্রসঙ্গে তামিম বলেন, ‘এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থায় নেই। এখন যেহেতু তো অবসরে আছি, লিজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করব। ওসব খেলব। প্রিমিয়ার লিগ সময়মতো হলে ওটা খেলব। আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল চালিয়ে যাবো।’
আরও পড়ুন:
» তামিমের ফিফটিতে ঢাকাকে হারিয়ে দুইয়ে উঠে এলো বরিশাল
» হামজার সঙ্গে সাক্ষাৎ করলেন বাফুফে সভাপতি তাবিথ
তামিম আপাতত ক্রিকেট বোর্ড কিংবা অন্যান্য বিষয় নিয়ে ভাবছেন না। জাতীয় দল থেকে বিদায় নিলেও ঘরোয়া কিংবা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা চালিয়ে যেতে চান এই ওপেনার। তিনি বলেন, ‘যতটুকু সম্ভব আমি খেলা চালিয়ে যাবো। আমার ফোকাস এখন খেলাতেই। সামনে অনেক টুর্নামেন্টও রয়েছে।’
জাতীয় দল থেকে বিদায় নেওয়া তামিম ব্যাট হাতেও দারুণ সময় পার করছেন। আজ বিপিএলের ম্যাচে ঢাকাকে হারিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এই ওপেনার। ঢাকার দেওয়া ১৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮ বলে ৬ চার ও ১ ছক্কার মারে ৬১ রান করেন করেন তিনি। এবারের বিপিএলে এটি তার দ্বিতীয় ফিফটি। সবমিলিয়ে চলতি আসরে ৬ ইনিংসে ৪৪ গড় ও ১৪৪.১৬ স্ট্রাইক রেটে ২২২ রান করেছেন দেশসেরা এই ওপেনার।
ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৫/বিটি