২০২৫ বিপিএলে যেন সেঞ্চুরির উৎসবে মেতেছেন ব্যাটাররা। বিপিএলের প্রায় অর্ধেক ম্যাচ শেষ হওয়ার আগেই আসরের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্যাটাররা। ঢাকা ও সিলেট পর্বের পর এবার চট্টগ্রাম পর্বের প্রথম দিনেই সেঞ্চুরির দেখা মিলেছে। যা এসেছে চিটাগং কিংসের ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে। খুলনা টাইগার্সের বিপক্ষে ৪৮ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামে সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। খুলনার আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় চিটাগং। উদ্বোধনী জুটি ভাঙার পর ক্রিজে আসেন দুর্দান্ত ছন্দে থাকা গ্রাহাম ক্লার্ক। ইনিংসের শুরু থেকেই মারকুটে ভঙ্গিতে খেলতে থাকেন তিনি। ২৮ বলেই পৌঁছে যান ফিফটি রানের মাইলফলকে।
তবে ফিফটি হাকিয়ে ব্যাট হাতে আরও বিধ্বংসী হয়ে ওঠেন গ্রাহাম। পরবর্তী ২০ বলে ৫০ রান নিয়ে তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৫০ বল খেলে ১০১ রান করে আউট হয়ে যান এই ডানহাতি ব্যাটার। তার এই মারকুটে ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কার মার ছিল।
আরও পড়ুন:
» এবার সাব্বিরের ওপর মেজাজ হারালেন তামিম, কী ঘটেছিল?
» তামিমের ফিফটিতে ঢাকাকে হারিয়ে দুইয়ে উঠে এলো বরিশাল
গ্রাহামের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে ২০০ রানের পাহাড়সম পুঁজি পেয়েছে চিটাগং কিংস। এছাড়া ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে এসেছে ৩৯ এবং শামিম পাটোয়ারি ও মোহাম্মদ মিথুন যথাক্রমে ১৬ ও ১১ রান করেন।
এদিকে গ্রাহামের সেঞ্চুরির মধ্য দিয়ে একটি নতুন রেকর্ডও হয়েছে। ২০১৯ সালের পর বিপিএলের এক আসরে এটাই সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। ২০১৯ আসরেও মোট ৬টি সেঞ্চুরি এসেছিল। এরপর ২০২০ আসরে ৩টি, ২০২২ আসরে ৪টি, ২০২৩ আসরে ৪টি এবং ২০২৪ আসরে ৩টি সেঞ্চুরি এসেছে।
এবারের বিপিএলে সর্বোচ্চ ১২৫ রানের ইনিংসটি এসেছে লিটন দাসের ব্যাট থেকে। ঢাকা ক্যাপিটালসের এই ওপেনার দুর্বার রাজশাহীর বিপক্ষে ৫৫ বল খেলে এই রান করেন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি এসেছে চিটাগং কিংসের পাকিস্তানি ব্যাটার উসমান খানের ব্যাট থেকে থেকে। দুর্বার রাজশাহীর বিপক্ষে ৬২ বলে ১২৩ রান করেন এই ওপেনার।
এছাড়া রংপুর রাইডার্সের ইংলিশ তারকা অ্যালেক্স হেলসের ব্যাট থেকে আসে ১১৩ রান। ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তামিম ও থিসারা পেরেরা যথাক্রমে ১০৮ ও ১০৩ রানের ইনিংস খেলেছেন।
ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৫/বিটি