২০২২ সালের শেষ দিকে রোনালদোকে দলে ভিড়িয়ে বিশ্ব ফুটবলে আলোড়ন সৃষ্টি করেছিল সৌদি আরবের দল আল নাসর। মূলত দেশটির আঞ্চলিক ফুটবল কাঠামোকে বদলে দিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল। রোনালদোর আগমনে অকল্পনীয় অগ্রগতি ঘটে সৌদির ফুটবলে। এই পর্তুগিজ তারকার পথ ধরে এশিয়ান ফুটবলে যোগ দিতে থাকে অসংখ্য বড় নাম। এতে বিশ্ব ফুটবলের আকর্ষণ বাড়ে এই অঞ্চলে।
কেবল একজন ফুটবলার হিসেবেই নয়, ক্রিস্টিয়ানো রোনালদোকে আনা হয়েছিল সৌদি ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। আর বেশ ভালোভাবেই সেই কাজ করে গিয়েছেন এই তারকা ফুটবলার। রোনালদোর হাত ধরে একটি অঞ্চলের ফুটবলে রীতিমতো বিপ্লব ঘটে গেছে। তাই এমন ফুটবলারকে আর ছাড়তে চায় না আল নাসর।
এর আগে দল ছাড়ার নানা গুঞ্জন উঠলেও রোনালদো জানিয়েছিলেন মধ্যপ্রাচ্যেই ভালো আছেন তিনি। এমনকি তার পরিবারও থাকতে চায় এই অঞ্চলে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী নতুন করে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন রোনালদো। জানা গেছে এবারের চুক্তিতে আর্থিক পারিশ্রমিক ও বোনাস দুটোই বাড়তে যাচ্ছে। তবে এবার চমকপ্রদ বার্তা দিল স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা।
আরও পড়ুন:
» ব্রাজিলিয়ান তারকাকে দলে পেতে চান রোনালদো
» বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশের দুই খেলা
» বিপিএলের ম্যাচসহ আজকের খেলা (১৭ জানুয়ারি ২৫)
জনপ্রিয় এই গণমাধ্যমের দাবি অনুযায়ী কেবল আর্থিক সমৃদ্ধি নয়; বরং ক্লাবের মালিকানাও পেতে যাচ্ছেন রোনালদো। এক বিবৃতিতে মার্কা উল্লেখ করে আল নাসরের ৫ শতাংশ মালিকানা উঠতে যাচ্ছে তার হাতে। ভবিষ্যতেও রোনালদোকে পাশে নিয়ে নিজেদের দেশের ফুটবলে উন্নতি সাধনের চেষ্টা চালাবে আল নাসর এবং সৌদি ফুটবল।
পূর্বের চুক্তি অনুযায়ী বাৎসরিক ১৬৪ মিলিয়ন পাউন্ড বেতন পেতেন রোনালদো। সাথে ছিল প্রায় ৪৯ মিলিয়ন পাউন্ড বোনাস। বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী বেতনের অংক বেড়ে এবার দাঁড়াতে যাচ্ছে ১৬৭.৯ মিলিয়ন পাউন্ড। তবে বোনাসের পরিমাণ কত হতে পারে তা এখনও নিশ্চিত নয়। খুব শীঘ্রই রোনালদোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পাদন করবে বলে জানা গেছে নাসর।
নতুন চুক্তি অনুযায়ী বছরে ১৬৭.৯ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশের মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকার বেশি পেতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সপ্তাহে প্রায় পাবেন প্রায় ৩.২ মিলিয়ন পাউন্ড। দৈনিক হিসেবে যা দাঁড়ায় প্রায় ৪ লাখ ৬০ হাজার পাউন্ড। মিনিট প্রতি যেই সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় ৩১৯ পাউন্ড। বাংলাদেশে মুদ্রার হিসেবে প্রতি মিনিটে রোনালদো আয় করবেন ৪৭ হাজার ৬১৭ টাকা।
ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৫/এফএএস