বছরের শুরুতে গুঞ্জন উঠেছিল আল নাসর ছেড়ে নতুন ক্লাবে পাড়ি জমাতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সকল জল্পনা-কল্পনা কাটিয়ে এখন অনেকটাই নিশ্চিত সৌদির ক্লাবেই থেকে যাচ্ছেন এই পর্তুগিজ তারকা। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী নতুন চুক্তিতে তাক লাগিয়ে দিতে চলেছে রোনালদো এবং আল-নাসর।
জানা গেছে নিজেদের ফুটবলের উন্নয়নে এই তারকা ফুটবলারের ওপরেই ভরসা রাখছে সৌদির ক্লাবটি। কেবল আল নাসর নয়, গোটা অঞ্চলের ফুটবলকে ভিন্নমাত্রায় পৌঁছে দিতে বিশেষ অবদান রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার হাত ধরেই দুয়ার উন্মুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের ফুটবলের। আর এমন ফুটবলারকে ধরে রাখতে কোন প্রকার কার্পণ্য করছে না আল নাসর।
স্প্যানিশ গণমাধ্যম মার্কা বলছে রোনালদোর সঙ্গে নাসরের মধ্যে হতে যাচ্ছে ‘শতাব্দীর সেরা চুক্তি’। যেখানে গণমাধ্যমটি উল্লেখ করে পুরনো চুক্তির বেতন এবং বোনাসের অংক ছড়িয়ে যাবে নতুন চুক্তিতে। কেবল আর্থিক সমৃদ্ধি নয়, বরং ক্লাবের মালিকানার ৫ শতাংশ পেতে যাচ্ছেন এই তারকা ফুটবলার। ভবিষ্যতেও রোনালদোকে পাশে নিয়ে নিজেদের ফুটবলে উন্নতি সাধনের চেষ্টা চালাবে নাসর।
আরও পড়ুন:
» নতুন চুক্তিতে আল নাসরের মালিকানা পেতে যাচ্ছেন রোনালদো!
» বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশের দুই খেলা
এদিকে কেবল আর্থিক এবং ক্লাবের মালিকানায় সীমাবদ্ধ নেই নতুন এই চুক্তি। মার্কা জানিয়েছে, চুক্তি অনুযায়ী রোনালদোর একটি শর্ত মানতে হবে আল নাসরকে। দলের শক্তিমত্তা বাড়াতে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য নাম হিসেবে থাকছে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।
আর এমনটা হলে আরো একবার পুনর্মিলন ঘটে যাবে রোনালদো কাসেমিরোর। এর আগে লম্বা সময় দুই দফায় একই দলের হয়ে খেলেছিলেন তারা। রিয়াল মাদ্রিদের হয়ে এই পর্তুগিজ এবং ব্রাজিলিয়ান জুটি জয় করে নিয়েছিল চারটি চ্যাম্পিয়নস লিগ। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডও একসঙ্গে খেলেছেন তারা দুজন। এবার আরও একবার ঘটতে পারে তাদের মিলন।
বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন কাসেমিরো। ২০২২ সালে চার বছর মেয়াদে রেড ডেভিলদের সঙ্গে যুক্ত হন এই ব্রাজিলিয়ান। এর আগে ২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় কাসেমিরোর। ২০১৩ সালে সাউ পাওলো থেকে ধারে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। পরবর্তীতে তাকিয়ে রেখে দেয় এই স্প্যানিশ জায়ান্টরা।
ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৫/এফএএস