সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে জয়ে ফিরেছে দুর্বার রাজশাহী। নিজেদের সপ্তম ম্যাচে আরিফুল হকের দলকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল। এ নিয়ে আসরের তৃতীয় জয় তুলে নিয়েছে রাজশাহী।
শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৭.৩ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায় সিলেট।
এদিন সাগরিকায় বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। সানজামুল ইসলামের জোড়া আঘাতে দলীয় ১২ রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার রনি তালুকদার (৪) ও পল স্টার্লিং (২)। এরপর জাকির হাসান ও জর্জ মানসের ব্যাটে শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। তবে দারুণ খেলতে থাকা জাকিরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মার্ক দেয়াল। ২৮ বলে ৩৯ রান করে বিদায় নেন এই ব্যাটার।
আরও পড়ুন:
» খেলা চালাতে মাঝরাতে ক্রিকেটারদের পারিশ্রমিক দিল রাজশাহী
» চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে দায়িত্ব ছাড়লেন বিসিবির কোচ
তবে জাকিরের কিছুক্ষণ পরেই বিদায় নেন মানসে। ২২ বলে ২০ রানের ধীরগতির ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। পরপর দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সিলেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। অ্যারন জোনস, নিহাদুজ্জামান, আরিফুল হকরা ব্যাট হাতে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন। শেষদিক জাকের আলির ২০ বলে ৩১ রানের ইনিংসে কেবল ব্যবধান কমেছে।
রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেছেন সানজামুল। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন এই স্পিনার। এছাড়া তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরি ও আফতাব আহমেদ ২টি করে উইকেট শিকার।
এর আগে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন রায়ান বার্ল। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে অধিনায়ক এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। এছাড়া জিসান আলম ২০ এবং ইয়াসির আলী ও মোহাম্মদ হারিস সমান ১৯ রান করেন।
সিলেটের হয়ে ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন রুয়েল মিয়াহ। এছাড়া ২টি করে উইকেট নেন নিহাদুজ্জামান ও নাহিদুল ইসলাম।
এই জয়ে বিপিএলের পয়েন্ট তালিকায় একধাপ উন্নতি হয়েছে রাজশাহীর। ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে দলটি।
সংক্ষিপ্ত স্কোর:
দুর্বার রাজশাহী: ১৮৪/৭ (২০ ওভার)
সিলেট স্ট্রাইকার্স: ১১৯/১০ (১৭.৩ ওভার)
ফলাফল: দুর্বার রাজশাহী ৬৫ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৫/বিটি