আগামীকাল পর্দা উঠতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরে। মালয়েশিয়ায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের মেয়েরা। একই দিনে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরাও। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে জুনিয়র টাইগ্রেসরা।
নারী বিশ্বকাপের গত আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াসহ তিনটি দলকেই হারিয়ে সুপার সিক্সে পা রেখেছিল দলটি। যদিও সুপার সিক্স থেকেই ছিটকে যায় জুনিয়ররা।
এবারের আসরেও বড় চমক দেখাতে মুখিয়ে আছে বাংলাদেশ। বিশ্বকাপ মিশন শুরুর আগে প্রস্তুতিটাও সেরেছে দারুণভাবে। কদিন আগেই এশিয়া কাপের ফাইনাল খেলেছে সুমাইয়া আক্তারের দল। এরপর শ্রীলঙ্কার মাঠে ২-২ সমতায় সিরিজ ড্র করেছে তারা। সবশেষ বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচেও দুর্দান্ত করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়েছে তারা। এবার শুরু হচ্ছে মূল পর্বের লড়াই।
আরও পড়ুন:
» খেলা চালাতে মাঝরাতে ক্রিকেটারদের পারিশ্রমিক দিল রাজশাহী
» সিলেটকে বড় ব্যবধানে হারালেন তাসকিনরা
২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ টি গ্রুপে ভাগ হয়ে ১৬ দল খেলবে। যেখানে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে জুনিয়র টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া। বাকি দুই দল হলো নেপাল ও স্কটল্যান্ড।
আগামীকাল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। মালয়েশিয়ার ওয়াইএসডি-ইউকেএম ওভালে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচটি সরাসরি দেখবেন যেভাবে :
বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘টফি’। এমনকি টফিতে বিনামূল্যে দেখা যাবে ম্যাচটি।
অবশ্য টফিতে শুধু বাংলাদেশের ম্যাচই নয়, অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো ম্যাচই সরাসরি দেখা যাবে। বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া এ বিষয়টি জানিয়েছেন।
বাংলাদেশের স্কোয়াড : সুমাইয়া আক্তার (অধিনায়ক),ফাহমিদা ছোঁয়া, মোসাম্মৎ ইভা, আফিয়া আশিমা ইরা, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল মাওয়া, লাকী খাতুন, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।
নেপালের স্কোয়াড : পূজা মাহাতো (অধিনায়ক), তিরসানা বিকে, সনি পাখরিন, সাবিত্রী ধমি, রচনা চৌধুরী, কৃষ্ণা গুরুং, কুসুম গোদার, সীমানা কেসি, কিরণ কুনওয়ার, অনু কাদায়ত, স্নেহা মহারা, জ্যোৎস্নিকা মারাসিনি, সানা প্রবীণ, রিয়া শর্মা ও আলিশা যাদব।
ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৫/বিটি