Connect with us
অন্যান্য

খো খো বিশ্বকাপের কোয়ার্টারে হেরে বাংলাদেশের বিদায়

Bangladesh in Kho Kho world cup
খো খো বিশ্বকাপে বাংলাদেশ দল। ছবি- ফেসবুক

প্রথমবারের মতো আয়োজিত হয়েছে খো খো বিশ্বকাপ। ভারতের মাটিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের বাঁধা টপকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশের পুরুষ ও নারী উভয় দল। তবে সেমিফাইনালে ওঠা হয়নি লাল সবুজের কোন প্রতিনিধি দলের। নকআউট পর্বের ম্যাচে গতকাল হেরে থেমেছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

নারীদের টুর্নামেন্টে কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছে বাংলাদেশ, তা ধারণা করাই হচ্ছিল। টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের বিপক্ষে তাদের দিতে হয়েছে কঠিন চ্যালেঞ্জ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরিও হানা দিয়েছিল বাংলাদেশ শিবিরে। নারী দল খুব একটা সুবিধা করতে না পারলেও খো খো বিশ্বকাপে পুরুষদের জন্য সেমিফাইনালে ওঠার বড় সুযোগ আছে বলে মনে করা হচ্ছিল।

তবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের উভয় দলই হতাশ করেছে সমর্থকদের। বিশাল ব্যবধানে উড়ে গেছে নারী ও পুরুষ উভয় দল। ভারতের বিপক্ষে বাংলাদেশের নারী দল খুব একটা প্রতিরোধ গড়তে পারবে না, বলে ধারণা করা হলেও ১০৯-১৬ পয়েন্টের বিশাল হার অবশ্যই কাম্য ছিল না সমর্থকদের কাছে। বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে ভারত।

Bangladesh women in Kho Kho world cup

খো খো বিশ্বকাপে বাংলাদেশের নারীরা।

এদিকে গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটি জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ পুরুষ দল। যেখানে তাদের প্রতিপক্ষ নেপাল গ্রুপ পর্বে হেরেছিল ভারতের কাছে। নকআউট পর্বে দুই দেশের মধ্যে ভালো একটি প্রতিযোগিতার আশা করা গেলেও দেখা যায়নি তেমন কিছু। বাংলাদেশ পুরুষ বিভাগকে ১৮-৬৭ পয়েন্টে বিধ্বস্ত করেছে নেপাল। এতে করে প্রথমবার আয়োজিত এই টুর্নামেন্টে আর এগিয়ে যাওয়া হলো না বাংলাদেশের।


আরও পড়ুন:

» নারী বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (১৮ জানুয়ারি ২৫)

» চিটাগং কিংসকে ঘরের মাঠে হারিয়ে রংপুরের আটে আট


উল্লেখ্য, খে খো খেলাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলতে নেয়া হচ্ছে নতুন নতুন উদ্যোগ। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে খো খো বিশ্বকাপ। ভারতের নয়া দিল্লিতে গেল ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই বৈশ্বিক টুর্নামেন্ট। যেখানে নারী ও পুরুষ উভয় ইভেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশও। যেখানে গ্রুপ পর্বের বাধা উতড়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের দল দুটি।

ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে অংশ নিয়েছে ২০ পুরুষ দল এবং ১৯ নারী দল। চার গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলেছে দলগুলো। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ পুরুষ দল। অপরদিকে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠে বাংলাদেশের নারীরা। তবে কোয়ার্টার ফাইনালের বাধা উতড়ে সেমিতে উঠতে পারল না তারা।

ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য