Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের পক্ষে সাবেক ভারতীয় ক্রিকেটারের বাজি

পাকিস্তান দল নিয়ে গাভাস্কারের মন্তব্য। ছবি- সংগৃহীত

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু হতে আর মাত্র একমাস বাকি। আগামী ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে পাকিস্তানের মাটিতে শুরু হতে যাচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্ট। অবশ্য ভারতের আপত্তির কারণে তাদের ম্যাচগুলো খেলা হবে পাকিস্তানের বাইরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আলোচনার শুরু হয়েছে কোন দল নেবে এবারের ট্রফি।

এরইমধ্যে সবগুলো দল প্রকাশ করেছে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড। এদিকে আসন্ন এই টুর্নামেন্টে পাকিস্তানকে ফেভারিট মনে করছেন সাবেক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি এই বৈশ্বিক টুর্নামেন্টে বাজি ধরছেন স্বাগতিকদের পক্ষে। মূলত ঘরের মাঠের সুবিধা পাবে বলেই পাকিস্তানকে এগিয়ে রাখছেন তিনি।

ভারতের মাটিতে খেলা দুবছর আগের ওয়ানডে বিশ্বকাপের প্রসঙ্গ টেনে গাভাস্কার বলেন, ‘পাকিস্তানকেই ফেভারিট হিসেবে ধরছি এবার। কারণ, ওদের মাঠে ওদের হারিয়ে দেয়া সহজ হবে না। ২০২৩ সালে ভারত ফাইনালে হেরেছিল। কিন্তু তার আগে কিন্তু ঘরের মাঠে কেউ ভারতকে হারাতে পারেনি। টানা দশ ম্যাচ জিতেছিল ওরা। তাই পাকিস্তানের পক্ষেই বাজি ধরবো আমি।’


আরও পড়ুন:

» সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, যে মামলায় ফাঁসলেন তিনি

» প্রতিপক্ষের মাঠেও সমর্থন পাবে তামিমের দল, মনে করেন মালান


এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষণা করা ভারতে স্কোয়াড নিয়েই উঠছে নানা প্রশ্ন। মূলত দলে পেসারের সংখ্যা আরও বাড়ানো উচিত ছিল বলে মনে করেন অনেকে। ভারতের স্কোয়াডে রয়েছে ছয় বিশেষজ্ঞ ব্যাটার, এক উইকেটরক্ষক, চার অলরাউন্ডার, এক বিশেষজ্ঞ স্পিনার ও তিন পেসার। ভারতীয় সাবেক ইরফান পাঠান মনে করছেন দলে আরও এক পেসার প্রয়োজন ছিল।

কেননা বৈশ্বিক টুর্নামেন্টে আর্শদীপ সিংয়ের খেলার অভিজ্ঞতা তুলনামূলক কম। এদিকে দলের অন্যতম অস্ত্র জসপ্রীত বুমরাহর খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। দীর্ঘ বিরতি কাটিয়ে দলে ফেরা মোহাম্মদ শামি কেমন করবেন তাও দেখার বিষয়। পেস আক্রমণের জন্য দলে সেরকম আর কোন নাম নেই। অবশ্য ১২ ফেব্রুয়ারির আগে নিজেদের প্রাথমিক স্কোয়াডে চাইলে পরিবর্তন আনতে পারবে ভারত।

সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান মনে করেন দুবাইয়ের মাঠে ভালো সুবিধা পায় পেস বোলাররা। পিচে বল পড়ে বেশি লাফায়। এমন উইকেটে পেস বোলাররা বিপদে ফেলে দিতে পারেন প্রতিপক্ষ ক্রিকেটারদের। আর তাই ভারতের নির্বাচকদের একজন পেসার বাড়ানো উচিত ছিল, বলছেন ইরফান। নতুবা দীর্ঘ এই টুর্নামেন্টে বিপাকে পড়তে পারে দল।

ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট