Connect with us
ক্রিকেট

নতুন ইতিহাস গড়ে উইন্ডিজদের টেস্ট হারাল পাকিস্তান

Pakistan won Multan Test against West Indies
পাকিস্তানের মুলতান টেস্ট জয়। ছবি- ক্রিকইনফো

মুলতান টেস্ট যেন ব্যাটারদের জন্য ছিল বড় পরীক্ষা ক্ষেত্র। যেখানে টিকে থাকতেই বেশ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ উভয় দলের ক্রিকেটারদের। আর বল হাতে যেন কেবল ঘূর্ণির জাদু দেখিয়েছেন স্পিনাররা। শেষ পর্যন্ত এই লড়াইয়ে ম্যাচের তৃতীয় দিনে এসে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে পাকিস্তান

জয়ের ম্যাচে এদিন মুলতানে দেখা গেছে একাধিক রেকর্ড। যার মধ্যে সবথেকে আলোচ্য বিষয় মাত্র ১০৬৪ বলে টেস্ট ম্যাচের ফলাফল বের করেছে পাকিস্তান। ৩৫ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তানের মাটিতে দেশটির ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন বলে টেস্টের ফলাফল নির্ণয় করা ম্যাচ ছিল এটি।

এক কথায় বলের হিসেবে পাকিস্তানের মাটিতে দ্রুততম সময়ে ম্যাচ জয়ের রেকর্ড এটি। এর আগে ১৯৯০ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ১০৮০ বলে ম্যাচ শেষ হয়েছিল পাকিস্তানের। সেই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ফয়সালাবাদে। এর আগে এত কম বলে টেস্ট ম্যাচ শেষ করার রেকর্ড ছিল না কোন দলের। যা টপকে ঘরের মাঠে নতুন ইতিহাস রচনা করলো পাকিস্তান।


আরও পড়ুন:

» চিটাগংকে তাদের মাঠে হারিয়ে দুইয়ে উঠে এলো বরিশাল

» স্নিকোমিটার কোথায় স্থাপন করা হয়, এর মালিক কে?


এদিকে দুই দল মিলে চার ইনিংসে রান করেছে মাত্র ৬৪৭। বিশ্ব ক্রিকেটে ১৯৮০ সালের পর ৪০ উইকেট হারানো একটি টেস্ট ম্যাচে এটি চতুর্থ সর্বনিম্ন রানের খেলা ছিল। এর আগে ২০০৪ সালে মুম্বাইয়ে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে দেখা গিয়েছিল সর্বনিম্ন ৬০৫ রানের ম্যাচ। আর এশিয়ান টেস্টে ১৯৬০ সালের পর এটি ছিল দ্বিতীয় সর্বনিম্ন রানের ম্যাচ।

এদিন ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন পাকিস্তানি স্পিনার সাজিদ খান। যিনি সর্বশেষ টানা তিন ম্যাচে অন্তত তুলে নিয়েছেন প্রতিপক্ষের ৯টি করে উইকেট। আগের ম্যাচে অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন ১০ উইকেট। মুলতানে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ম্যাচে প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন তিনি। এদিকে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটসহ এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০ উইকেট শিকার করেন জোমেল ওয়ারিকান।

প্রসঙ্গত, আগে ব্যাট করতে নেমে মুলতানা টেস্টের প্রথম ইনিংসে ২৩০ রান সংগ্রহ করে পাকিস্তান। বিপরীতে ব্যাট করতে নেমে ১৩৭ রান তুলতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা। ৯৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ১৯৭ রান করলে ২৫০ রানের চ্যালেঞ্জিং টার্গেট পায় উইন্ডিজরা। যেখানে ১২৩ রান তুলতেই গুটিয়ে যায় সফলকারীরা। এতে ১২৭ রানের বড় জয় পায় পাকিস্তান।

ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট