Connect with us
ক্রিকেট

সেঞ্চুরি করেও এনামুলের আফসোস রাজশাহীকে না জেতাতে পারার

Anamul Haque press conference
সংবাদ সম্মেলনে এনামুল হক বিজয়। ছবি- ভিডিও থেকে সংগৃহীত

শেষ বলে রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ৯ রান। আর এনামুল হক বিজয়ের সেঞ্চুরি পূরণের বাকি ১ রান। পরাজয় নিশ্চিত জেনে আর বড় শট হাকানোর চেষ্টা করলেন না। সিঙ্গেল নিয়ে স্পর্শ করলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। তবে শতক হাকিয়েও যেন উচ্ছ্বাস করতে পারছেন না এনামুল। দলকে জেতাতে না পারার হতাশা ম্যাচ শেষে স্পষ্ট ছিল তার চোখে মুখে।

এদিন ২১০ রানের বিশাল লক্ষে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্সের কাছে ৭ রানে পরাজিত হয় দুর্বার রাজশাহী। ম্যাচ শেষে সম্প্রচারকারী মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এনামুলের চোখের কোণে জল দেখা যায়। কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পরেন তিনি। এরপর সংবাদ সম্মেলনে এসে জানান নিজের আফসোসের কথা।

নিজের শত রানের ইনিংস নিয়ে এনামুল বলেন, ‘আসলে আমার ইনিংস নিয়ে বিশেষ করে বলার কিছু নেই। স্কোরবোর্ডে দেখছিলাম ম্যাচটা কতটুকু ক্লোজে নিয়ে যাওয়া যায়। রানরেট কত চলতেসে। ব্যাটিংয়ে ভেবেছি উইকেটে থাকি বল অনুযায়ী খেলতে থাকি। আফিফের একটা ক্যাচ ছিল। ৬-৭ রানে আউট হয়ে যেতে পারতাম। তবুও আল্লাহ হয়ত দিয়েছে। তাই এত বড় রান হয়েছে।’


আরও পড়ুন:

» নারী বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (২০ জানুয়ারি ২৫)

» নতুন ইতিহাস গড়ে উইন্ডিজদের টেস্ট হারাল পাকিস্তান


তবে দলকে জেতাতে না পারার আফসোসের কথাও বলেন তিনি, ‘ম্যাচ জেতাতে পারলে আলাদা শান্তি লাগত। এমন ম্যাচ জেতাতে পারা কিন্তু ব্যাটারের জন্য স্বপ্নের মত ব্যাপার। সবার আশা থাকে ক্যারিয়ারে এমন ৫-৬টা ম্যাচ সে জেতাবে। একা নিজের হাতে। তখন নিজের ইনিংসটা সামারি করতে পারতাম। একটা সংখ্যা ভালো সংখ্যা সুন্দর সংখ্যা। আফসোস থেকে যাবে।’

১৯তম ওভারে সেট ব্যাটার রায়ান বার্ল আউট না হলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত মনে করেন তিনি, ‘আমি দুইটা বল স্লটে ছিল মিস হয়ে গেছে। রায়ান বার্ল বিপিএলে ভালো করছে। সে থাকলে অবশ্যই সুযোগ তো ছিলই। টুর্নামেন্টজুড়ে বিপিএলে বার্ল এবং খুশদিল শাহ অন্যতম সেরা ছিল। আমি মনে করি অবশ্যই সুযোগ তো ছিল।’

উল্লেখ্য, এদিন ম্যাচের প্রথম ইনিংসে খুলনা টাইগার্সের হয়ে অর্ধশতক করেন আফিফ হোসেন ও উইলিয়াম বেইস্টো। শেষ দিকে মাহিদুল অঙ্কনের ৩০ রানের ক্যামিওতে বড় সংগ্রহ পায় তারা। এই জয়ে দুর্বার রাজশাহীকে টপকে বিপিএলের পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে উঠে এসেছে খুলনা। এক ধাপ পিছিয়ে পঞ্চম অবস্থানে রাজশাহী।

ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট