Connect with us
ক্রিকেট

লিটনের ফিফটিতে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের দ্বিতীয় জয়

Dhaka Capitals won with Litton Das Fifty
ঢাকা ক্যাপিটালসের দ্বিতীয় জয়। ছবি- ঢাকা ক্যাপিটালস

বিপিএলের চলতি আসরে টানা ছয় ম্যাচে পরাজিত হয় ঢাকা ক্যাপিটাল। হারের বৃত্ত ভেঙে দুর্বার রাজশাহীর বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচে এসে জয়ের দেখা পায় তারা। যেখানে দারুন সেঞ্চুরিতে বড় ভুমিকা রেখেছিলেন লিটন দাস। আজ সেই লিটনের ফিফটিতেই বড় সংগ্রহ পায় ঢাকা ক্যাপিটালস। আর এতেই নিজেদের দ্বিতীয় জয়ের পেল শাকিব খানের দল।

আজ সোমবার নিজেদের নবম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছিল ঢাকা। যেখানে শেষ ওভারে গিয়ে টানটান উত্তেজনাকর ম্যাচের ফলাফল নিজেদের দিকে করে নেয় লিটন-থিসারার দল। আগে ব্যাট করতে নেমে লিটন দাসের ৪৮ বলে ৭০ রানের ইনিংসে ভর করে ১৯৬ রানের বড় সংগ্রহ পায় ঢাকা ক্যাপিটালস

এদিন ম্যাচে ভালো শুরু পেয়েছিল ঢাকা। তবে ১৬ বলে ২২ রান করে বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম। উইকেটের অপরপ্রান্তে শুরুটা কিছুটা ধীরগতির করেছিলেন লিটন দাস তবে সময়ের সঙ্গে বাড়িয়েছেন নিজের স্ট্রাইকরেট। ৩৭ বলে তুলে নেন চলতি টুর্নামেন্টে সেঞ্চুরির পাশাপাশি নিজের দ্বিতীয় ফিফটি। যেই ইনিংসে তিনি হাকান সমান ৪টি করে ছক্কা ও চারের মার।


আরও পড়ুন:

» ‘ভুয়া’ স্লোগানের পরের ম্যাচেই ঘুরে দাঁড়ালেন লিটন

» মালানের সঙ্গে দ্বন্দ্ব প্রসঙ্গে তামিমের দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস


লিটন বিদায় নিলে শেষ দিকে ১৭ বলে ৩৭ রানের একটি ঝড়ো ক্যামিও ইনিংস খেলেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসেরা পেরেরা। সাব্বিরের ব্যাট থেকে আসে ২১ বল ২৪ রানের ইনিংস। এতে করে সিলেটকে ১৯৭ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় ঢাকা। তবে রান তাড়া করতে নেমে ১৯০ রান পর্যন্ত তুলতে সক্ষম হয় সিলেট। এতে ৬ রানের জয় পায় ক্যাপিটালসরা।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুটা আশানুরূপ হয়নি সিলেট স্ট্রাইকার্সের মাত্র ৩২ রান তুলতেই তারা হারায় নিজেদের দ্বিতীয় উইকেট। তবে দলের হাল ধরেন ওপেনার রনি তালুকদার। খেলেন ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস। অ্যারোন জোনসের ব্যাট থেকে আসে ৩২ বলে ৩৬ রানের ইনিংস। তবে জয়ের আশা বাঁচিয়ে রাখেন সিলেটের অধিনায়ক আরিফুল হক এবং জাকের আলী।

দুজনেই খেলেন সমান ১৩টি করে বল। যেখান থেকে জাকের করেন ২৮ এবং আরিফুলের ব্যাট থেকে আসে ২৯ রান। এদিকে শেষ ওভারে ২৬ রান প্রয়োজনের খেলায় মুস্তাফিজুর রহমানের বিপক্ষে ব্যাট হাতে ঢাকাকে ভয়ে ধরিয়ে দিয়েছিলেন সামিউল্লাহ সিনোয়ারী। প্রথম তিন বলেই তুলে নেন ১২ রান। তবে শেষ পর্যন্ত বিপদ ঘটতে দেননি ফিজ। এই জয় সিলেটকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার ষষ্ঠ অবস্থানে উঠে এলো ঢাকা।

ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট