Connect with us
ক্রিকেট

রাজশাহীকে হারিয়ে ঘরের মাঠে দ্বিতীয় জয় পেল চিটাগং

Chittagong beats Rajshahi to get first win at home
রাজশাহীকে ১১১ রানে হারিয়েছে চিটাগং। ছবি- সংগৃহীত

চলতি বিপিএলে দারুণ খেলতে থাকা চিটাগং কিংস নিজেদের ঘরের মাঠে এসেই হোঁচট খায়।  টানা চার জয়ের পর চট্টগ্রামে এসে আসরের দ্বিতীয় হার দেখে তারা। কিন্তু পরবর্তী ম্যাচেও ফলাফল বদলাতে পারেনি মোহাম্মদ মিথুনের দল। অবশেষে চট্টগ্রামে টানা দুই হারের পর আবারও জয়ের দেখা পেয়েছে বন্দর নগরীর দলটি।

সোমবার (২০ জানুয়ারি) দুর্বার রাজশাহীকে ১১১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চিটাগং কিংস। এ নিয়ে বিপিএলে পঞ্চম জয়ের দেখা পেয়েছেন শরিফুল-শামীমরা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে চিটাগং কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন নাইম ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান আসে গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে। এছাড়া মোহাম্মদ মিথুন ৩২, হায়দার আলী ২৫ এবং রাহাতুল ফেরদৌস জাভেদ করেন ১৬ রান।

আরও পড়ুন:

» সাকিব-মাশরাফিদের ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ার পথে তাসকিন

» তামিমের সঙ্গে কী হয়েছিল, জানালেন মালান

রাজশাহীর হয়ে ২টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও মোহর শেখ। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন জিশান আলম ও সানজামুল ইসলাম।

১৯২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৪.২ ওভারে ৮০ রান করেই গুটিয়ে যায় দুর্বার রাজশাহী। দলের সর্বোচ্চ ২১ রান করেন এনামুল হক বিজয়। এছাড়া ১০ রান এসেছে আকবর আলীর ব্যাট থেকে। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর ছুটে পারেননি।

চিটাগংয়ের হয়ে ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২টি উইকেট তুলে নিয়েছেন নাইম ইসলাম। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও জাদু দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন এই তারকা। এছাড়া খালেদ আহমেদ ২টি উইকেট নিয়েছেন।

এই জয়ে বরিশালকে ছাড়িয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে চিটাগং। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট দলটির।

সংক্ষিপ্ত স্কোর:

চিটাগং কিংস: ১৯১/৮ (২০ ওভার)
রংপুর রাইডার্স: ৮০/১০ (১৪.২ ওভার)
ফলাফল: চিটাগং কিংস ১১১ রানে জয়ী
ম্যাচসেরা: নাইম ইসলাম ৫৬(৪১) ও ২/৬

ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট