চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরি স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের সবশেষ ম্যাচে দর্শকদের দুয়োধ্বনি শুনেছিলেন লিটন কুমার দাস। তবে এরপর তার পাশে দাঁড়ায় দেশের ক্রিকেটের সমর্থক থেকে শুরু করে তার নিজ ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস এবং আরেক ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স। এবার সেই একই স্টেডিয়ামে এক খুদে ভক্তের ভালোবাসায় সিক্ত হলেন লিটন।
আজ (সোমবার) সিলেট সিক্সার্সকে ৬ রানে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢাকার হয়ে সেঞ্চুরি করে তার পরেই ম্যাচেই দুয়োধ্বনি শুনেছিলেন লিটন। যদিও সেদিন ব্যাট হাতে রান পাননি তিনি। তবে দর্শকদের এমন কাণ্ডের পরের ম্যাচেই ব্যাট হাতে আবারও জ্বলে উঠেন তিনি। ব্যাট হাতে খেলেন ৭০ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস।
এদিন চট্টগ্রামের গ্যালারিতে প্ল্যাকার্ড হাতে খেলা দেখছিলেন লিটনের এক খুদে ভক্ত। আগের ম্যাচে দর্শকদের এমন কাণ্ডের পর আজকের এই খুদে ভক্তই যেন লিটনের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে এবং তাকে একটি ভালো ইনিংস খেলতে সাহায্য করেছে।
আরও পড়ুন:
» রাজশাহীকে হারিয়ে ঘরের মাঠে প্রথম জয় পেল চিটাগং
» সাকিব-মাশরাফিদের ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ার পথে তাসকিন
সেই খুদে ভক্তের প্ল্যাকার্ডটিতে লেখা ছিল, ‘যদি আপনার পাশে কেউ না থাকে তবে জেনে রাখবেন একমাত্র ভক্ত হিসেবে আমি আপনার পাশে থাকবো। লিটন কুমার দাস।’
ম্যাচশেষে সেই খুদে ভক্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে এক আবেগঘন বার্তা দেন লিটন। তিনে লিখেছেন, ‘আমি জানি না আমি ক্রিকেটে কতটুকু কি অর্জন করতে পেরেছি, তবে এই প্ল্যাকার্ডটি আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। আমার পরিবার ছাড়াও আমার একজন ভক্ত আছে জেনে অবিশ্বাস্য মনে হয়। আনায়রা (লিটনের মেয়ে), মনে হচ্ছে তুমি কোনো প্রতিযোগী পেয়ে গেছো!’
এদিন লিটনের ৭০ রানের ইনিংসে ভর করে ১৯৬ রানের পুঁজি পায় ঢাকা ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে ১৯০ রান তুলতে সক্ষম হয় সিলেট স্ট্রাইকার্স। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে একধাপ উন্নীত হয়ে ছয়ে উঠে এসেছে ঢাকা।
প্রসঙ্গগত, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে লিটনকে দুয়োধ্বনি দেওয়ার ঘটনা ঘটে। ফরচুন বরিশালের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করছিলেন লিটন। এ সময় গ্যালারিতে থাকা কিছু দর্শক লিটনকে উদ্দেশ্য করে ‘ভুয়া-ভুয়া’-বলে দুয়োধ্বনি দিতে থাকেন। তবে এটা দেখে লিটন কোনো প্রতিক্রিয়া দেখাননি। গ্যালারিতে থাকা দর্শকদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন।
ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৫/বিটি