চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক যেন থামছেই না! দীর্ঘ নাটকীয়তার পর গত ডিসেম্বরের চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু চূড়ান্ত করে সূচি ঘোষণা করা হয়েছিল। পাকিস্তানের মাটিতে খেলতে ভারতের আপত্তি থাকায় শেষ পর্যন্ত দুই বোর্ডের সমঝোতায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। তবে টুর্নামেন্ট শুরুর মাসখানেক সময় বাকি থাকতে এবার জার্সি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত। ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে এমন খবর উঠে এসেছে। যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
সূত্রের বরাত দিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম রাখতে চায় না বিসিসিআই। তবে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আইসিসি সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, টুর্নামেন্টে যতগুলো দেশ অংশ নেবে সবগুলো দেশের জার্সিতে অফিসিয়াল লোগো থাকতে হবে। একইসঙ্গে লোগোর নিচেই থাকবে আয়োজক দেশের নাম। এ প্রসঙ্গে আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন, ‘প্রতিটি দেশের জার্সিতেই টুর্নামেন্টের লোগো থাকবে। এই নিয়ম সবার জন্য বাধ্যতামূলক।’
আরও পড়ুন:
» সাকিবকে পেছনে ফেলে সেরা পাঁচে লিটন
» খুদে ভক্তকে নিয়ে লিটনের আবেগঘন বার্তা
সাধারণত আইসিসি টুর্নামেন্টে যেসব দেশ অংশগ্রহণ করে তাদের জার্সিতে আয়োজক দেশের নাম লেখা থাকে। এমনকি ম্যাচগুলো সে দেশের বাইরে হলেও এ নিয়ম বহাল থাকবে। এটা মূলত এই টুর্নামেন্টকে ব্র্যান্ডিং করার একটা প্রচেষ্টার অংশ।
এমন উদাহরণের জন্য বেশিদূর যেতে হবে না। গত বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু পরবর্তীতে এটি আরব আমিরাতে সরিয়ে নেওয়া হলেও আয়োজক স্বত্ব বাংলাদেশের কাছেই ছিল। যে কারণে প্রতিটি দেশের জার্সিতেই লোগোর নিচে বাংলাদেশের নাম লেখা ছিল।
একইভাবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হলেও আয়োজক স্বত্ব পাকিস্তানের কাছেই থাকছে। আর এ কারণেই অংশগ্রহণকারী ৮টি দেশের জার্সিতেই পাকিস্তানের নাম থাকবে। এখন দেখার বিষয় ভারতের জার্সিতে পাকিস্তানের নাম রাখতে না চাওয়ার বিতর্ক কতদূর গড়ায়!
ক্রিফোস্পোর্টস/২১জানুয়ারি২৫/বিটি